বয়সের আন্দাজে কত হওয়া উচিত রক্তচাপ? ব্লাড প্রেশার নর্মাল কি না দেখে নিন চার্ট মিলিয়ে

বয়সের আন্দাজে কত হওয়া উচিত রক্তচাপ? ব্লাড প্রেশার নর্মাল কি না দেখে নিন চার্ট মিলিয়ে

উচ্চ রক্তচাপের সমস্যা একটি ভয়ঙ্কর সমস্যা। যেকোনও বয়সেই এই সমস্যা দেখা যেতে পারে। দিনে দিনে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

এক্ষেত্রে বয়সের আন্দাজে ঠিক কতটা রক্তচাপ হওয়া উচিত তা অবশ্যই জেনে রাখা উচিত। নারী পুরুষ উভয়েরই রক্তচাপের মাত্রা আলাদা।

Latest Videos

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে প্রায় ১২৮ কোটি মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

৩০ থেকে ৭৯ বছর মানুষের উচ্চ রক্তচাপের সমস্যা বেশি দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হল এর মধ্যে ৪৬ শতাংশ মানুইষ এই অবস্থা সম্পর্কে অবগতই নয়।

চিকিৎসকেরা বারবারই উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের নিয়ম করে ওষুধ খাওয়ার পরামর্শ দেন। কিন্তু প্রায় ৪৬ শতাংশ মানুষই জানেন না যে তাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে নিয়ম করে রক্তচাপ পরীক্ষা করা দরকার।

রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে যে কোনও সমস্যায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত তা জেনে নেওয়া উচিত।

বয়স অনুযায়ী পুরুষদের স্বাভাবিক ব্লাড প্রেসার কত হওয়া উচিত- ২১ থেকে ২৫ বছর বয়সের ক্ষেত্রে - ১২০/৭৮ ২৬ থেকে ৩০ বছর বয়সের ক্ষেত্রে - ১১৯/৭৬ ৩১ থেকে ৩৫ বছর বয়সের ক্ষেত্রে - ১১৪/৭৫ ৩৬ থেকে ৪০ বছর বয়সের ক্ষেত্রে - ১২০/৭৫ ৪১ থেকে ৪৫ বছর বয়সের ক্ষেত্রে - ১১৫/৭৮

৪৬ থেকে ৫০ বছর বয়সের ক্ষেত্রে - ১১৯/৮০ ৫১ থেকে ৫৫ বছর বয়সের ক্ষেত্রে - ১২৫/৮০ ৫৬ থেকে ৬০ বছর বয়সের ক্ষেত্রে - ১২৯/৭৯ ৬১ থেকে ৬৫ বছর বয়সের ক্ষেত্রে - ১৪৩/৭৬

মহিলাদের স্বাভাবিক রক্তচাপ -

২১ থেকে ২৫ বছর বয়সের ক্ষেত্রে- ১১৫/৭০ ২৬ থেকে ৩০ বছর বয়সের ক্ষেত্রে - ১১৩/৭১ ৩১ থেকে ৩৫ বছর বয়সের ক্ষেত্রে - ১১০/৭২ ৩৬ থেকে ৪০ বছর বয়সের ক্ষেত্রে - ১১২/৭৪

৪১ থেকে ৪৫ বছর - ১১৬/৭৩ ৪৬ থেকে ৫০ বছর - ১২৪/৭৮ ৫১ থেকে ৫৫ বছর - ১২২/৭৪ ৫৬ থেকে ৬০ বছর - ১৩২/৭৮ ৬১ থেকে ৬৫ বছর - ১৩০/৭৭

Share this article
click me!

Latest Videos

১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল Khadaan, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন Dev
গঙ্গাসাগরে যাতায়াত আরও হবে সহজ, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | Mamata Banerjee
'হিন্দু হটাও! আয় জিহাদির বাচ্চা কোথায় আছিস, বাণ্ডিল করে পাঠাব' চরম বার্তা Suvendu Adhikari-র
এবার চোরেদের নিশানায় অঙ্গনওয়ারী কেন্দ্র! উধাও চাল ডাল তেল এমনকি পাম্পও! | Nadia News Today
'সেমি ফাইনালে হারিয়েছি ফাইনালেও হারাবো' Suvendu Adhikari-র চ্যালেঞ্জ Mamata-কে! #shorts #shortsfeed