ফার্মাসি ইন্ডাস্ট্রিতে ঝড় তুলল ম্যানকাইন্ড, কিনে নিল আরেক বিখ্যাত সংস্থাকে

Published : Jul 26, 2024, 04:37 PM IST
Mankind Pharma ipo return

সংক্ষিপ্ত

বড় খবর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য। মালিকানা বদল হতে চলেছে ভারতীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত সিরাম অ্যান্ড ভ্যাকসিনস (বিএসভি) লিমিটেডের।

বড় খবর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য। মালিকানা বদল হতে চলেছে ভারতীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত সিরাম অ্যান্ড ভ্যাকসিনস (বিএসভি) লিমিটেডের।

মোট ১৩,৬৩০ কোটির বিনিময়ে বেসরকারি সংস্থা অ্যাডভেন্ট ইন্টারন্যাশনালের কাছ থেকে বিএসভি-র ১০০ শতাংশ কিনে নিচ্ছে ম্যানকাইন্ড ফার্মা। বৃহস্পতিবার, ম্যানকাইন্ড ফার্মার তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে।

একটি বিবৃতিতে তারা জানিয়েছে, “এই চুক্তির ফলে ম্যানকাইন্ড ফার্মার গুরুত্ব অনেকটাই বেড়েছে। আমাদের সংস্থা মহিলাদের স্বাস্থ্য এবং প্রজনন সংক্রান্ত ওষুধ তৈরির জন্য দীর্ঘদিন ধরেই বাজারে যথেষ্ট বিখ্যাত। তার পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে বেশকিছু গুরুত্বপূর্ণ পণ্য বিক্রির ক্ষেত্রেও বিশেষ পরিচিতি রয়েছে ম্যানকাইন্ড ফার্মার।”

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রায় ১১ হাজার কোটির বাজারে এক নম্বর সংস্থা হিসেবে উঠে আসবে ম্যানকাইন্ড। বর্তমানে, স্বাস্থ্য সংক্রান্ত ওষুধের বাজারে ম্যানকাইন্ড ফার্মা রয়েছে তৃতীয় স্থানে।

এই প্রসঙ্গে ম্যানকাইন্ড ফার্মার ভাইস-চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রাজীব জুনেজা জানিয়েছেন, “বিএসভি অধিগ্রহণের চুক্তি বাস্তবেই ম্যানকাইন্ডের জার্নিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি ভারতীয় মহিলাদের স্বাস্থ্য এবং প্রজনন সংক্রান্ত ওষুধের বাজারের সিংহভাগ দখল করার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে।”

উল্লেখ্য, গত ২০১৯ সালের নভেম্বর মাসে ৫০ কোটি ডলারের বিনিময়ে ওরবিমড এশিয়া এবং কোটাক পিই-এর কাছ থেকে বিএসভিকে কিনে নিয়েছিল অ্যাডভেন্ট। তারপর ফের একবার মালিকানা বদল হল সেই সংস্থার।

বিপুল অঙ্কের বিনিময়ে তা কিনে নিল ম্যানকাইন্ড ফার্মা। সর্বমোট ১৩,৬৩০ কোটি টাকার বিনিময়ে বেসরকারি সংস্থা অ্যাডভেন্ট ইন্টারন্যাশনালের কাছ থেকে বিএসভি-র ১০০ শতাংশ কিনে নিল ম্যানকাইন্ড ফার্মা। যা ফার্মাসি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ বিষয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাতটি খাবার
ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে? কমানোর সহজ উপায়গুলি দেখুন