এই বিষয়গুলো মাথায় রাখুন
ঋতু অনুযায়ী কুলার বা এসি চালান।
শিশুকে সরাসরি কুলার বা এসির বাতাসের সংস্পর্শে আসতে দেবেন না।
ঘুমানোর সময় আপনার শিশুকে কুলারের দিকে মুখ করে রাখবেন না।
এসি রুম থেকে বের হওয়ার আগে শিশুর শরীরকে ঘরের তাপমাত্রায় আসতে দিন, তবেই বাইরে যাবেন।