Sex During Period: কন্ডোম বাদ দিয়েই নিশ্চিন্তে সেক্সের মজা! পিরিয়ড চললেও কি গর্ভধারণ করার সম্ভাবনা থাকে?

পিরিয়ড চলাকালীন সহবাস করলেও গর্ভধারণ হতে পারে, যদি….

Sahely Sen | Published : Mar 6, 2024 4:26 AM IST
17

যদি যোনি থেকে রক্তপাত হয়, তাহলে তা সবসময় পিরিয়ড না-ও হতে পারে। ডিম্বাশয় থেকে ডিম্বাণুর মাসিক মুক্তি হওয়াকালীনও রক্তপাত হয় । 

27

এটি এমন সময় যখন মহিলারা যৌনমিলন করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পিরিয়ড থেকে রক্তপাত বন্ধ হওয়ার আগেই ডিম্বস্ফোটন হয়।

37

আপনার পিরিয়ড শেষ হওয়ার পরেই ডিম্বস্ফোটন ঘটতে শুরু করে। শুক্রাণু ৩ দিনের জন্য একটি ডিম্বাণু নিষিক্ত করতে পারে। 

47

শুক্রাণু বীর্যপাতের পর বেশ কয়েক দিন পর্যন্ত নারীর প্রজনন নালির মধ্যে বেঁচে থাকতে পারে। যদি ঋতুস্রাব শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ডিম্বস্ফোটন হয়, তাহলে গর্ভধারণের সম্ভাবনা থাকে।

57

তাই আপনি যদি আপনার পিরিয়ডের শেষ দিনে সহবাস করেন এবং পরবর্তী কয়েক দিনের মধ্যে ডিম্বস্ফোটন করেন, তাহলেও শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। সেক্ষেত্রে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থাকে।

67

মনে রাখবেন, যে কোনও সময়ে অনিরাপদ যৌন মিলন করাই প্রবল ঝুঁকিপূর্ণ। গর্ভবতী হওয়ার ঝুঁকির পাশাপাশি,  ক্ল্যামাইডিয়া, জেনিটাল ওয়ার্টস বা এইচআইভির মতো সংক্রমণও ছড়াতে পারে। 

77

গর্ভাবস্থা এবং STD সম্পূর্ণরূপে প্রতিরোধ করার একমাত্র উপায় হল কন্ডোম ব্যবহার করে যৌন মিলন করা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos