Paush Purnima: পৌষ পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ কেন? এভাবে পালন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন

হিন্দুমতে পৌষ পূর্ণিমার গুরুত্ব অনেক। এই দিন খুবই পূন্য বলে মনে করা হয়। পবিত্র নদী বিশেষ করে গঙ্গাস্নানের গুরুত্ব অনেক।

 

Saborni Mitra | Published : Jan 7, 2024 4:34 PM IST / Updated: Jan 07 2024, 10:05 PM IST
18
প্রথম পূর্ণিমা

নতুন বছর শুরু হয়েছে। বছরের প্রথম পূর্ণিমাই হল পৌষ পূর্ণিমা। এই দিনটি শাস্ত্রমতে অত্যান্ত গুরুত্বপূর্ণ।

28
পৌষ পূর্ণিমার দিন

বৈদিক পঞ্জিকা অনুসারে পৌষ পূর্ণিমা আগামী ২৫ জানুয়ারি। এই দিন থেকেই প্রায়াগরাজে মাঘমেলার দ্বিতীয় শাহী স্নান শুরু হয়।

38
পূর্ণিমার গুরুত্ব

হিন্দুশাস্ত্র মতে এই দিনে পুজো অর্চনা ও গঙ্গাস্নান করলে পূণ্যলাভ হয়। পৌষপূর্ণিমায় মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।

48
পৌষ পূর্ণিমার গুরুত্ব

পৌষ পূর্ণিমার দিন থেকেই মাঘী মেলার সূচনা হয়। প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক এটি।

58
পৌষ পূর্ণিমার উপাসনা

দিনটি ভগবান বিষ্ণুর উপাসনা জন্য গুরুত্বপূর্ণ। প্রাচীন বিশ্বাস বিষ্ণুর আশীর্বাদে সব পাপ ধুয়ে যায়। তাই গঙ্গা স্নানের বিধান রয়েছে এই দিন। এই দিন থেকে তীর্থাযাত্রাও শুরু করতে পারে। একমাসের তীর্থযাত্রা শুভ বলে মনে করা হয়।

68
দানধ্যান শুভ

পৌষ পূর্ণিমার দিন দান ধ্যান খুব শুভ বলে মনে করা হয়। এই দিন অভাবীদের দান করলে বা খাওয়ালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে প্রাচীন বিশ্বাস।

78
পৌষ পূর্ণিমার মাহাত্ম্য

পৌষ মাসে সূর্য ও চন্দ্রের আরাধনা করা হয়। সূর্যদেব ও চন্দ্রদেশের আশীর্বাদে জীবনের পথে সব বাধা দূর হয়। প্রাচীন বিশ্বাস এই মাসে মা লক্ষ্মীর আরাধনা করলে সুখ ও সম্পদ লাভ হয়।

88
লক্ষ্মী-নারায়ণ পুজো

ধূপ, প্রদীপ, ফুল এবং নৈবেদ্যর মতো প্রয়োজনীয় পূজার সামগ্রী দিয়ে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন।

Share this Photo Gallery
click me!

Latest Videos