Saraswati Puja: জেনে নিন পুরোহিত ছাড়া সরস্বতী পুজো করবেন কী করে? রইল বিশেষ উপায়

প্রতি বছর সরস্বতী পুজোর আগে পুরোহিত পেতে অনেককেই বিপাকে পড়তে হয়। এবার পুরোহিত ছাড়া নিজেই পুজো করুন। জেনে নিন কীভাবে।

Sayanita Chakraborty | Published : Feb 6, 2024 10:25 AM IST

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রায় প্রতিটি ঘরেই পুজিত হন মা সরস্বতী। তিনি বিদ্যআর দেবী। শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা করে থাকেন সকল ছাত্র ছাত্রী। স্কুল, কলেজ কিংবা কোনও শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই। সঙ্গে সব ঘরে ঘরে পুজিত হন মা। কিন্তু, প্রতি বছর সরস্বতী পুজোর আগে পুরোহিত পেতে অনেককেই বিপাকে পড়তে হয়। এবার পুরোহিত ছাড়া নিজেই পুজো করুন। জেনে নিন কীভাবে।

সকাল থেকে উপোস করতে হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন বাগদেবীর কাছে। পুরোহিত ছাড়াও এই পুজো করা যাবে।

সরস্বতী দেবীর মূর্তি, সাদা কাপড়, ফুল, আম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, কলস, সুপুরি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কল ও দোয়াত নিন। সঙ্গে নিতে হবে ফল পাঁচ ধরনের ফল। কলা এবং নারকেল অবশ্যই রাখুন।

পুজোর দিন সকাল বেলা উঠে স্নান করে নিন। জল শুদ্ধিকরণ করে নিন সবার আগে। স্নানের জলে নিমপাতা ও তুলসী পাতা দিয়ে স্নান করুন।

স্নান করার আগে মুখে ও গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হবে। এভাবে নিজেরে শুদ্ধ করে নিন। স্নান করার পর যে পুজো করবে তাকে সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হবে।

এবার ঠাকুর ঘর মুছে নিন। এবার একটি ছোট জলচৌকি বসান। এরপর পরিষ্কার সাদা কাপড় পাতুন। দেবী মূর্তি স্থাপন করুন।

মূর্তিতে ফুলের মালা পরিয়ে সুজ্জিত করুন। পুজোর স্নানে ভালো করে হলুদ, সিঁদুর ও চাল গিয়ে আলপান দিন। ফুল দিয়ে সাজান।

বই, খাতা, পেন, পেনসিল ঠাকুর সব সামনে রাখুন। কালির দোয়াতগুলো দুধ দ্বারা পূর্ণ করুন। তাতে খাগের কলমগুলো দিন। এবার কলস বা মূর্তির সামনেই রাখতে হবে। কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে।

এবার দেবীর আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে।

 

আরও পড়ুন

সরস্বতী পুজোতে করবেন না এই কয়েকটা কাজ, একটা ছোট্ট ভুলে হতে পারে গোটা পুজো পন্ড

Saraswati Puja: সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই? পৌরাণিকগাথায় রয়েছে বাকদেবীর শর্তের কথা

Read more Articles on
Share this article
click me!