শুক্রবার শুরু হচ্ছে বিসিসিআই-এর এই বার্ষিক টি-২০ লিগ। সন্ধে সাড়ে ৭টায় শুরু হবে এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ | গুজরাট টাইটানসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস |
২০০৮ থেকে প্রতি বছর গ্রীষ্মের উত্তাপ কিছুটা বাড়িয়ে দেয় আইপিএল। মাঝে করোনাভাইরাস অতিমারীর জন্য সেই উত্তেজনা কিছুটা কমে গিয়েছিল। কিন্তু এবার পুরনো ফর্ম্যাটে ফিরছে আইপিএল। শুক্রবার শুরু হচ্ছে বিসিসিআই-এর এই বার্ষিক টি-২০ লিগ। এবারের আইপিএল চলবে ২৮ মে পর্যন্ত। এবার হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরছে আইপিএল। ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ-উন্মাদনা অনেক গুণ বেড়ে গিয়েছে। টিকিটের চাহিদা তুঙ্গে। চোটের জন্য কয়েকজন তারকা খেলতে না পারলেও আইপিএল-এর আকর্ষণ এতটুকু কমেনি। এবার শুধু ২২ গজে ব্যাট-বলের লড়াই শুরু হওয়ার অপেক্ষা।শুক্রবার সন্ধে ৬টায় শুরু হবে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। সুরের জাদুতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হওয়া দর্শকদের মন জয় করতে তৈরি বাংলার অরিজিৎ সিং। গ্ল্যামারের দ্যুতি ছড়াতে থাকবেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা, তামান্না ভাটিয়া। আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া হয়ে গিয়েছে। মূল অনুষ্ঠানের জন্য তৈরি শিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধে সাড়ে ৭টায় শুরু হবে এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হবে ৪ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গতবার দু'টি সাক্ষাৎকারেই মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে জয় পান হার্দিক পান্ডিয়ারা। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছে গুজরাট।
প্রথম ম্যাচ খেলতে নামার আগে সিএসকে শিবিরের উদ্বেগ বাড়িয়েছে ধোনির চোট। হাঁটুর চোটের জন্য ম্যাচের আগের দিন ঠিকমতো অনুশীলন করতে পারেননি সিএসকে অধিনায়ক। ফলে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনের দাবি, ধোনির খেলা ১০০ শতাংশ নিশ্চিত।
আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে বাংলার ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে গুজরাট টাইটানসের দিকে। হার্দিকের দলে আছেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি। তাঁদের ভালো পারফরম্যান্সের আশায় বাংলা।