‘আমাদের পরিকল্পনা তৈরি, আমরা নির্দিষ্ট একটি ধারা মেনে খেলার চেষ্টা করছি, আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেভাবেই খেলব। আইপিএল-এর আগে আমরা ৬টি ম্যাচ খেলব, তাই আমাদের পক্ষে অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করা সম্ভব নয়।'
আমাদের পরিকল্পনা তৈরি, আমরা নির্দিষ্ট একটি ধারা মেনে খেলার চেষ্টা করছি, আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেভাবেই খেলব। আইপিএল-এর আগে আমরা ৬টি ম্যাচ খেলব, তাই আমাদের পক্ষে অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করা সম্ভব নয়। আমরা এই সিরিজে নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করব। দলে যারা আছে তারা সবাই যাতে খেলার সুযোগ পায়, আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। দলে প্রত্যেকের দায়িত্ব কী সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকা ভাল, তাহলে সবারই সুবিধা হয়। ঋষভ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন যা পরিস্থিতি সেটা সবাই জানে। যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দলের পক্ষ থেকে ওকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের ভালবাসা ও প্রার্থনা সবসময় ওর সঙ্গে আছে। ঋষভ যদি দলে থাকত তাহলে ও পার্থক্য গড়ে দিতে পারত। ও যে ধরনের খেলোয়াড় তাতে বড় পার্থক্য গড়ে দিতে পারে। কিন্তু এখন ও দলে নেই। তাই ভবিষ্যতে কী করা যায় সেটা আমাদের দেখতে হবে। ২০২২ আমার জন্য দারুণ বছর ছিল। আমরা বিশ্বকাপ জিততে পারিনি। এবার বিশ্বকাপ জেতাই আমার লক্ষ্য। নিউ ইয়ার রেজোলিউশন হল বিশ্বকাপ জেতা। বিশ্বকাপের চেয়ে বড় কিছু হতে পারে না। সবাই বিশ্বকাপ জিততে চায়। নতুন বছরে বিশ্বকাপ জেতাই লক্ষ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে জানালেন হার্দিক।