WT20WC IndW Vs EngW Live Score Updates: রিচা ঘোষের অপরাজিত ৪৭, ১১ রানে হার ভারতের

সংক্ষিপ্ত

মহিলাদের টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। গ্রুপ বি-তে দুই দলই ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ইংল্যান্ড। ভারত-ইংল্যান্ড ম্যাচই এই গ্রুপে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দল জিতবে তারা শীর্ষে চলে যাবে।

09:43 PM (IST) Feb 18

ইংল্যান্ডের ৭ উইকেটে ১৫১ রানের জবাবে ৫ উইকেটে ১৪০ রান ভারতের

১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৪০ রান করেই থেমে গেল ভারতীয় দল।

09:42 PM (IST) Feb 18

ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে গেল ভারত

রিচা ঘোষ ৩৪ বলে ৪৭ রান করে অপরাজিত থাকলেও, ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে গেল ভারতীয় দল।

09:34 PM (IST) Feb 18

জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ৩১ রান

ইংল্যান্ডের বিরুদ্ধে হারের মুখে ভারতীয় দল। জয় পেতে গেলে শেষ ওভারে করতে হবে ৩১ রান।

09:29 PM (IST) Feb 18

জয়ের জন্য ১২ বলে ভারতের দরকার ৩৪ রান

ইংল্যান্ডকে হারাতে হলে শেষ ২ ওভারে ভারতীয় দলকে করতে হবে ৩৪ রান। ক্রিজে রিচা ঘোষ ও দীপ্তি শর্মা।

09:21 PM (IST) Feb 18

৫২ রান করে আউট স্মৃতি মন্ধানা, ৪ উইকেট হারাল ভারত

৫২ রান করে আউট হয়ে গেলেন স্মৃতি মন্ধানা। ৪ উইকেট হারাল ভারতীয় দল।

09:17 PM (IST) Feb 18

জয়ের জন্য ভারতের দরকার ৩০ বলে ৫৯ রান

ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে হলে শেষ ৫ ওভারে ভারতীয় দলকে ৫৯ রান করতে হবে।

09:02 PM (IST) Feb 18

তৃতীয় উইকেট হারাল ভারত

৪ রান করে আউট হয়ে গেলেন হরমনপ্রীত কউর। ৬২ রানে ৩ উইকেট হারাল ভারত।

08:53 PM (IST) Feb 18

১৩ রান করে আউট জেমাইমা রডরিগেজ

৫৭ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল। ১৩ রান করে আউট জেমাইমা রডরিগেজ।

08:48 PM (IST) Feb 18

৮ ওভারে ৫০ রান করল ভারত

স্মৃতি মন্ধানা ও জেমাইমা রডরিগেজ দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন। ৮ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫০।

08:31 PM (IST) Feb 18

২৯ রানে প্রথম উইকেট হারাল ভারত

৮ রান করেই আউট হয়ে গেলেন শেফালি ভার্মা। ২৯ রানে প্রথম উইকেট হারাল ভারত।

08:27 PM (IST) Feb 18

৩ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৭

ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা ভালোভাবেই ব্যাটিং করছেন। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭। স্মৃতি ১৮ ও শেফালি ৬ রানে অপরাজিত।

08:17 PM (IST) Feb 18

ভারতের হয়ে ব্যাটিং ওপেন স্মৃতি মন্ধানা-শেফালি ভার্মার

১৫২ রানের টার্গেট ভারতের সামনে। ওপেন করতে নেমেছেন স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা।

08:02 PM (IST) Feb 18

রেণুকা ঠাকুর সিংয়ের ৫ উইকেট, ইংল্যান্ড ১৫১/৭

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন রেণুকা ঠাকুর সিং। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ৭ উইকেটে ১৫১ রান করল। 

07:48 PM (IST) Feb 18

ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন

৫০ রান করার পরেই দীপ্তি শর্মার বলে স্মৃতি মন্ধানার হাতে ধরা পড়লেন ন্যাট স্কিভার ব্রান্ট।

07:46 PM (IST) Feb 18

অর্ধশতরান করলেন ন্যাট স্কিভার ব্রান্ট

৪১ বলে ৫০ রান করলেন ন্যাট স্কিভার ব্রান্ট। রান বাড়ছে ইংল্যান্ডের।

07:29 PM (IST) Feb 18

ইংল্যান্ডের চতুর্থ উইকেট নিলেন শিখা পাণ্ডে

শিখা পাণ্ডের বলে শেফালি ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট (২৮)।

07:20 PM (IST) Feb 18

১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭২

১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭২। ক্রিজে ন্যাট স্কিভার-ব্রান্ট (৩৫) ও হেদার নাইট (২৩)।

06:56 PM (IST) Feb 18

পরপর ৩ ওভারে ৩ উইকেট রেণুকা ঠাকুর সিংয়ের

রেণুকা ঠাকুর সিংয়ের তৃতীয় শিকার সোফিয়া ডাঙ্কলি (১০)। বোল্ড হয়ে গেলেন সোফিয়া। ২৯ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।

06:43 PM (IST) Feb 18

পরপর ২ ওভারে ২ উইকেট রেণুকা ঠাকুর সিংয়ের

প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারেও উইকেট রেণুকা ঠাকুর সিংয়ের। বোল্ড হয়ে গেলেন অ্যালিস ক্যাপসি (৩)। ১০ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড।

06:35 PM (IST) Feb 18

ইংল্যান্ডের ইনিংসের প্রথম বলেই দুর্দান্ত ক্যাচ রিচা ঘোষের

রেণুকা ঠাকুর সিংয়ের প্রথম বলেই ডান দিকে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নিলেন রিচা ঘোষ। আউট হয়ে গেলেন ড্যানিয়েলা উইয়াট।

06:24 PM (IST) Feb 18

ইংল্যান্ডকে হারালেই সেমি ফাইনালে ভারত

মহিলাদের টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেই গ্রুপ বি-র শীর্ষে থেকে সেমি ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল।

06:15 PM (IST) Feb 18

দেবিকা বৈদ্যর বদলে ভারতীয় দলে শিখা পাণ্ডে

ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে একটি বদল হয়েছে। দেবিকা বৈদ্যর বদলে খেলছেন শিখা পাণ্ডে। ভারতীয় দল- শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, শিখা পাণ্ডে, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেণুকা ঠাকুর সিং।

06:04 PM (IST) Feb 18

টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল

মহিলাদের টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর।

05:55 PM (IST) Feb 18

ভারতীয় দলের অন্য়তম ভরসা বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ

ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলের ভরসা রিচা ঘোষ। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অসাধারণ লড়াই করে ভারতকে জিতিয়েছেন রিচা।


More Trending News