চলতি আইপিএল-এর শুরুটা ভালো করেও ছন্দ হারিয়েছে পাঞ্জাব কিংস। অন্যদিকে, শুরুটা ভালো করতে না পারলেও, ফর্মে ফিরেছে মুম্বই ইন্ডিয়ানস। শনিবার ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে লড়াই মুম্বইয়ের |
চলতি আইপিএল-এর শুরুটা ভালো করেও ছন্দ হারিয়েছে পাঞ্জাব কিংস। অন্যদিকে, শুরুটা ভালো করতে না পারলেও, ফর্মে ফিরেছে মুম্বই ইন্ডিয়ানস। শনিবার ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে লড়াই মুম্বইয়ের। গত ম্যাচে আইপিএল-এ প্রথম উইকেট পেয়েছেন অর্জুন তেন্ডুলকর। পাঞ্জাবের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি সচিন তেন্ডুলকরের পুত্র। চোটের জন্য শনিবারও খেলতে পারছেন না পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। ফলে পাঞ্জাবের ব্যাটিং বিভাগের সমস্যা মিটছে না। মুম্বইয়ের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। সেই কারণে ঘরের মাঠে জয় পেতে ঝাঁপিয়ে পড়ছে রোহিত শর্মার দল।