মুম্বই ইন্ডিয়ানসের মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মার অসাধারণ লড়াইকে ছাপিয়ে গেল ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিং। ৮ উইকেটে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
গতবার আইপিএল-এ পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। এবারের আইপিএল-এর শুরুটাও ভালো করতে পারল না মুম্বই ইন্ডিয়ানস। দলের ব্যর্থতার মধ্যে একমাত্র উজ্জ্বল তিলক ভার্মা। তিলক ভার্মার অসাধারণ লড়াইকে ছাপিয়ে গেল ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিং | ৮ উইকেটে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | মুম্বইয়ের হয়ে একা লড়াই করেন তিলক | তিনি ৪৬ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন, তিলকের জন্যই ৭ উইকেটে ১৭১ রান করতে সক্ষম হয় মুম্বই | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডু প্লেসি ৪৩ বলে ৭৩ রানের অসামান্য ইনিংস খেলেন | বিরাট ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন |