ইডেন গার্ডেন্সে চলছে রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা-সৌরাষ্ট্র লড়াই। দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ছিল সৌরাষ্ট্র। তৃতীয় দিন ম্যাচে ফেরার লড়াই বাংলার। বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে লড়াইয়ে ফিরতে পারে বাংলা।
04:45 PM (IST) Feb 18
রঞ্জি ট্রফি ফাইনালে তৃতীয় দিনের খেলা শেষ। সৌরাষ্ট্রর চেয়ে এখনও ৬১ রানে পিছিয়ে বাংলা। ক্রিজে মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ।
04:31 PM (IST) Feb 18
মনোজ তিওয়ারি ৫৭ ও শাহবাজ আহমেদ ১৩ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৪ উইকেটে ১৬৯। সৌরাষ্ট্রর চেয়ে ৬১ রানে পিছিয়ে বাংলা।
04:16 PM (IST) Feb 18
অধিনায়কের মতোই লড়াই করছেন মনোজ তিওয়ারি। অর্ধশতরান করলেন তিনি। লড়াই করছে বাংলা।
03:54 PM (IST) Feb 18
৬১ রান করে আউট অনুষ্টুপ মজুমদার। ১৪৬ রানে চতুর্থ উইকেট হারাল বাংলা।
03:33 PM (IST) Feb 18
ইনিংসে হারের আশঙ্কা দূর করে সৌরাষ্ট্রর সঙ্গে রানের ব্যবধান কমিয়ে আনছে বাংলা। অনুষ্টুপ মজুমদারের পাশাপাশি ভালো ব্যাটিং করছেন মনোজ তিওয়ারিও। এখন ১০১ রানে পিছিয়ে বাংলা।
03:14 PM (IST) Feb 18
প্রথম ইনিংসে বড় স্কোর করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে চাপের মুখে অসাধারণ লড়াই করছেন অনুষ্টুপ মজুমদার। অর্ধশতরান করলেন তিনি।
02:52 PM (IST) Feb 18
মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদারের লড়াইয়ের সুবাদে ৩ উইকেটে ১০০ পেরিয়ে গেল বাংলার স্কোর।
02:29 PM (IST) Feb 18
চা পানের বিরতিতে সৌরাষ্ট্রর চেয়ে ১৫৬ রানে পিছিয়ে বাংলা। লড়াই চালাচ্ছেন অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি।
02:12 PM (IST) Feb 18
সৌরাষ্ট্রর চেয়ে এখনও ১৫৬ রানে পিছিয়ে বাংলা। লড়াই করছেন মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার।
01:47 PM (IST) Feb 18
সুদীপ কুমার ঘরামি আউট হওয়ার পর ক্রিজে এসেছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে ভারতীয় দল।
01:33 PM (IST) Feb 18
১৬ রান করে জয়দেব উনাদকাটের বলে প্রেরক মাঁকড়কে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সুদীপ কুমার ঘরামি। ৪৭ রানে ৩ উইকেট হারাল বাংলা।
01:17 PM (IST) Feb 18
প্রথম ইনিংসে বড় রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে লড়াই করছেন সুদীপ কুমার ঘরামি ও অনুষ্টুপ মজুমদার।
01:02 PM (IST) Feb 18
সুদীপ কুমার ঘরামি ও অনুষ্টুপ মজুমদার যদি বড় ইনিংস খেলতে পারেন, তাহলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে বাংলা। এখন সুদীপ ১৩ ও অনুষ্টুপ ০ রানে ব্যাটিং করছেন।
12:46 PM (IST) Feb 18
দ্বিতীয় ইনিংসে ১৬ রান করে আউট হয়ে গেলেন অভিমন্যু ঈশ্বরণ। ২২ রানে ২ উইকেট হারাল বাংলা।
12:32 PM (IST) Feb 18
দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে লড়াই চালাচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ কুমার ঘরামি। সৌরাষ্ট্রর চেয়ে ২১৩ রানে পিছিয়ে বাংলা।
12:16 PM (IST) Feb 18
সৌরাষ্ট্রর চেয়ে এখনও ২২১ রানে পিছিয়ে বাংলা। লড়াই চালাচ্ছেন সুদীপ কুমার ঘরামি ও অভিমন্যু ঈশ্বরণ।
12:00 PM (IST) Feb 18
মধ্যাহ্নভোজের বিরতির সময় বাংলার স্কোর ১ উইকেটে ৯ রান। ক্রিজে অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ কুমার ঘরামি।
11:38 AM (IST) Feb 18
রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচের দুই ইনিংসেই ১ রান করলেন সুমন্ত গুপ্ত। দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারাল বাংলা।
11:26 AM (IST) Feb 18
দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ওপেন করতে নেমেছেন সুমন্ত গুপ্ত ও অভিমন্যু ঈশ্বরণ।
11:12 AM (IST) Feb 18
প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয়ে গেল সৌরাষ্ট্র। বাংলার হয়ে ৪ উইকেট নিলেন মুকেশ কুমার। ৩ উইকেট করে নিলেন আকাশ দীপ ও ঈশান পোড়েল।
11:03 AM (IST) Feb 18
৯ উইকেটে ৪০০ হয়ে গেল সৌরাষ্ট্রর স্কোর। দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন ধর্মেন্দ্রসিং জাদেজা ও পার্থ ভূত।
10:54 AM (IST) Feb 18
৯ উইকেট পড়ে গেলেও ৪০০ রানের কাছাকাছি পৌঁছে গেল সৌরাষ্ট্র। লিড ২০০ রানেরও বেশি।
10:33 AM (IST) Feb 18
৩৬৯ রানে ৯ উইকেট হারাল সৌরাষ্ট্র। রঞ্জি ট্রফি ফাইনালে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা।
10:19 AM (IST) Feb 18
৪ রান করে আকাশ দীপের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সৌরাষ্ট্রর অধিনায়ক জয়দেব উনাদকাট। অষ্টম উইকেট পেল বাংলা।
10:01 AM (IST) Feb 18
৭ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিং করতে নেমেছেন সৌরাষ্ট্রর অধিনায়ক জয়দেব উনাদকাট। তিনি দলের রান বাড়াচ্ছেন।
09:48 AM (IST) Feb 18
সৌরাষ্ট্রর সপ্তম উইকেটের পতন। ৬০ রান করে মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন চিরাগ জানি।
09:31 AM (IST) Feb 18
প্রথম ইনিংসে লিড বাড়িয়ে চলেছে সৌরাষ্ট্র। চিরাগ জানিদের যত দ্রুত সম্ভব আউট করাই লক্ষ্য বাংলার বোলারদের।
09:10 AM (IST) Feb 18
রঞ্জি ট্রফি ফাইনালে তৃতীয় দিনের চতুর্থ বলেই উইকেট পেল বাংলা। মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিলেন অর্পিত বাসবদা (৮১)।