Ranji Trophy Final Live Score Updates: তৃতীয় দিনের খেলা শেষ, ৬১ রানে পিছিয়ে বাংলা

সংক্ষিপ্ত

ইডেন গার্ডেন্সে চলছে রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা-সৌরাষ্ট্র লড়াই। দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ছিল সৌরাষ্ট্র। তৃতীয় দিন ম্যাচে ফেরার লড়াই বাংলার। বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে লড়াইয়ে ফিরতে পারে বাংলা।

04:45 PM (IST) Feb 18

তৃতীয় দিনের খেলা শেষ, হার বাঁচাতে লড়ছে বাংলা

রঞ্জি ট্রফি ফাইনালে তৃতীয় দিনের খেলা শেষ। সৌরাষ্ট্রর চেয়ে এখনও ৬১ রানে পিছিয়ে বাংলা। ক্রিজে মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ।

04:31 PM (IST) Feb 18

৬১ রানে পিছিয়ে বাংলা

মনোজ তিওয়ারি ৫৭ ও শাহবাজ আহমেদ ১৩ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৪ উইকেটে ১৬৯। সৌরাষ্ট্রর চেয়ে ৬১ রানে পিছিয়ে বাংলা।

04:16 PM (IST) Feb 18

অর্ধশতরান করলেন মনোজ তিওয়ারি

অধিনায়কের মতোই লড়াই করছেন মনোজ তিওয়ারি। অর্ধশতরান করলেন তিনি। লড়াই করছে বাংলা।

03:54 PM (IST) Feb 18

চতুর্থ উইকেট হারাল বাংলা

৬১ রান করে আউট অনুষ্টুপ মজুমদার। ১৪৬ রানে চতুর্থ উইকেট হারাল বাংলা।

03:33 PM (IST) Feb 18

সৌরাষ্ট্রর সঙ্গে ব্য়বধান কমিয়ে আনছে বাংলা

ইনিংসে হারের আশঙ্কা দূর করে সৌরাষ্ট্রর সঙ্গে রানের ব্যবধান কমিয়ে আনছে বাংলা। অনুষ্টুপ মজুমদারের পাশাপাশি ভালো ব্যাটিং করছেন মনোজ তিওয়ারিও। এখন ১০১ রানে পিছিয়ে বাংলা।

03:14 PM (IST) Feb 18

অর্ধশতরান করলেন অনুষ্টুপ মজুমদার

প্রথম ইনিংসে বড় স্কোর করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে চাপের মুখে অসাধারণ লড়াই করছেন অনুষ্টুপ মজুমদার। অর্ধশতরান করলেন তিনি।

02:52 PM (IST) Feb 18

৩ উইকেটে ১০০ পেরিয়ে গেল বাংলার স্কোর

মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদারের লড়াইয়ের সুবাদে ৩ উইকেটে ১০০ পেরিয়ে গেল বাংলার স্কোর।

02:29 PM (IST) Feb 18

চা পানের বিরতিতে বাংলার স্কোর ৭৪/৩

চা পানের বিরতিতে সৌরাষ্ট্রর চেয়ে ১৫৬ রানে পিছিয়ে বাংলা। লড়াই চালাচ্ছেন অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারি।

02:12 PM (IST) Feb 18

লড়াই চালাচ্ছেন মনোজ-অনুষ্টুপ

সৌরাষ্ট্রর চেয়ে এখনও ১৫৬ রানে পিছিয়ে বাংলা। লড়াই করছেন মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার।

01:47 PM (IST) Feb 18

লড়ছেন অনুষ্টুপ-মনোজ

সুদীপ কুমার ঘরামি আউট হওয়ার পর ক্রিজে এসেছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে ভারতীয় দল।

01:33 PM (IST) Feb 18

৪৭ রানে ৩ উইকেট হারাল বাংলা

১৬ রান করে জয়দেব উনাদকাটের বলে প্রেরক মাঁকড়কে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সুদীপ কুমার ঘরামি। ৪৭ রানে ৩ উইকেট হারাল বাংলা।

01:17 PM (IST) Feb 18

লড়াই চালাচ্ছেন অনুষ্টুপ-সুদীপ

প্রথম ইনিংসে বড় রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে লড়াই করছেন সুদীপ কুমার ঘরামি ও অনুষ্টুপ মজুমদার।

01:02 PM (IST) Feb 18

সুদীপ-অনুষ্টুপ জুটির উপর নির্ভর করছে বাংলার ভাগ্য

সুদীপ কুমার ঘরামি ও অনুষ্টুপ মজুমদার যদি বড় ইনিংস খেলতে পারেন, তাহলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে বাংলা। এখন সুদীপ ১৩ ও অনুষ্টুপ ০ রানে ব্যাটিং করছেন।

12:46 PM (IST) Feb 18

১৬ রান করে আউট অভিমন্যু ঈশ্বরণ

দ্বিতীয় ইনিংসে ১৬ রান করে আউট হয়ে গেলেন অভিমন্যু ঈশ্বরণ। ২২ রানে ২ উইকেট হারাল বাংলা।

12:32 PM (IST) Feb 18

লড়াই চালাচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ-সুদীপ কুমার ঘরামি

দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে লড়াই চালাচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ কুমার ঘরামি। সৌরাষ্ট্রর চেয়ে ২১৩ রানে পিছিয়ে বাংলা।

12:16 PM (IST) Feb 18

মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু খেলা

সৌরাষ্ট্রর চেয়ে এখনও ২২১ রানে পিছিয়ে বাংলা। লড়াই চালাচ্ছেন সুদীপ কুমার ঘরামি ও অভিমন্যু ঈশ্বরণ।

12:00 PM (IST) Feb 18

লাঞ্চে বাংলার স্কোর ৯/১

মধ্যাহ্নভোজের বিরতির সময় বাংলার স্কোর ১ উইকেটে ৯ রান। ক্রিজে অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ কুমার ঘরামি।

11:38 AM (IST) Feb 18

প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসে ১ রানে আউট সুমন্ত গুপ্ত

রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচের দুই ইনিংসেই ১ রান করলেন সুমন্ত গুপ্ত। দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারাল বাংলা।

11:26 AM (IST) Feb 18

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে বাংলা

দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ওপেন করতে নেমেছেন সুমন্ত গুপ্ত ও অভিমন্যু ঈশ্বরণ।

11:12 AM (IST) Feb 18

৪০৪ রানে শেষ সৌরাষ্ট্রর প্রথম ইনিংস

প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয়ে গেল সৌরাষ্ট্র। বাংলার হয়ে ৪ উইকেট নিলেন মুকেশ কুমার। ৩ উইকেট করে নিলেন আকাশ দীপ ও ঈশান পোড়েল।

11:03 AM (IST) Feb 18

৪০০ পেরিয়ে গেল সৌরাষ্ট্রর স্কোর

৯ উইকেটে ৪০০ হয়ে গেল সৌরাষ্ট্রর স্কোর। দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন ধর্মেন্দ্রসিং জাদেজা ও পার্থ ভূত।

10:54 AM (IST) Feb 18

৯ উইকেটে ৪০০ রানের কাছাকাছি পৌঁছে গেল সৌরাষ্ট্র

৯ উইকেট পড়ে গেলেও ৪০০ রানের কাছাকাছি পৌঁছে গেল সৌরাষ্ট্র। লিড ২০০ রানেরও বেশি।

10:33 AM (IST) Feb 18

সৌরাষ্ট্রর নবম উইকেটের পতন

৩৬৯ রানে ৯ উইকেট হারাল সৌরাষ্ট্র। রঞ্জি ট্রফি ফাইনালে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা।

10:19 AM (IST) Feb 18

জয়দেব উনাদকাটকে ফেরালেন আকাশ দীপ

৪ রান করে আকাশ দীপের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সৌরাষ্ট্রর অধিনায়ক জয়দেব উনাদকাট। অষ্টম উইকেট পেল বাংলা।

10:01 AM (IST) Feb 18

৩৫০ পেরিয়ে গেল সৌরাষ্ট্রর স্কোর

৭ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিং করতে নেমেছেন সৌরাষ্ট্রর অধিনায়ক জয়দেব উনাদকাট। তিনি দলের রান বাড়াচ্ছেন।

09:48 AM (IST) Feb 18

অর্পিত বাসবদার পর চিরাগ জানিকেও ফেরালেন মুকেশ কুমার

সৌরাষ্ট্রর সপ্তম উইকেটের পতন। ৬০ রান করে মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন চিরাগ জানি।

09:31 AM (IST) Feb 18

সৌরাষ্ট্রকে দ্রুত অলআউট করার লক্ষ্যে বাংলা

প্রথম ইনিংসে লিড বাড়িয়ে চলেছে সৌরাষ্ট্র। চিরাগ জানিদের যত দ্রুত সম্ভব আউট করাই লক্ষ্য বাংলার বোলারদের।

09:10 AM (IST) Feb 18

তৃতীয় দিনের শুরুতেই উইকেট পেল বাংলা

রঞ্জি ট্রফি ফাইনালে তৃতীয় দিনের চতুর্থ বলেই উইকেট পেল বাংলা। মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিলেন অর্পিত বাসবদা (৮১)।


More Trending News