জম্মু ও কাশ্মীরের পহলগাম যাওয়ার পথে অবন্তীপোরায় একটি ব্যাট তৈরির কারখানায় ঢুকলেন সচিন তেন্ডুলকর। তিনি ব্যাট তৈরির কাঠ হাতে নিয়ে দেখেন, কীভাবে ব্যাট তৈরি হয় সে বিষয়ে খুঁটিয়ে জেনে নেন।
জম্মু ও কাশ্মীরের পহলগাম যাওয়ার পথে অবন্তীপোরায় একটি ব্যাট তৈরির কারখানায় ঢুকলেন সচিন তেন্ডুলকর। তিনি ব্যাট তৈরির কাঠ হাতে নিয়ে দেখেন, কীভাবে ব্যাট তৈরি হয় সে বিষয়ে খুঁটিয়ে জেনে নেন। সচিন এই কারখানায় যাওয়ায় মালিক ও কর্মীরা খুশি। তাঁরা সচিনকে সব ঘুরিয়ে দেখান। তৈরি হওয়া একটি ব্যাট হাতে নেন সচিন।