Asianet News | Published : Nov 2, 2022 7:37 AM IST / Updated: Nov 02 2022, 06:02 PM IST

Live Ind Vs Ban T 20 World Cup 2022: বাংলাদেশকে ৫ রানে হারিয়ে দিল ভারত

সংক্ষিপ্ত

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল হাসান টসে জিতে প্রথমে ফিল্ডি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে বাংলাদেশ দলে একটি বদল হয়েছে। দলে নেই সৌম্য সরকার। তাঁর বদলে খেলছেন শরিফুল ইসলাম। ভারতীয় দলেও একটি বদল হয়েছে। দীপক হুডার বদলে খেলছেন অক্ষর প্যাটেল। কোমরের চোটের জন্য দীনেশ কার্তিকের খেলা নিয়ে সংশয় থাকলেও, তিনিই এই ম্যাচে খেলছেন। ঋষভ পন্থের দলে জায়গা হয়নি।

06:02 PM (IST) Nov 02

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-এর শীর্ষে ভারত

বাংলাদেশের বিরুদ্ধে জয় পাওয়ার পর টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ-২ এর শীর্ষে ভারত। রবিবার গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেলেই সেমি ফাইনালে চলে যাবে ভারত।

05:48 PM (IST) Nov 02

অ্যাডিলেডে টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে দিল ভারত

এবারের টি-২০ বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে দিল ভারতীয় দল। এই জয়ের ফলে সুপার ১২ গ্রুপ ২-তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ভারতীয় দল।

05:39 PM (IST) Nov 02

ভারতের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ২০ রান, আশায় ভারত

ভারতের বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ২০ রান। ভারতের হয়ে বল করছেন আর্শদীপ সিং।

05:28 PM (IST) Nov 02

এক ওভারে জোড়া উইকেট হার্দিক পান্ডিয়ার, বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পথে ভারতীয় দল

নিজের দ্বিতীয় ওভারে ইয়াসির আলিকে (১) ফিরিয়ে দেওয়ার পর মোসাদ্দেক হোসেনকেও (৬) আউট করে দলেন হার্দিক পান্ডিয়া। ১০৮ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ। জয়ের পথে ভারতীয় দল।

05:25 PM (IST) Nov 02

এক ওভারে জোড়া উইকেট আর্শদীপ সিংয়ের, ৫ উইকেট হারিয়ে হারের মুখে বাংলাদেশ

১২ নম্বর ওভারে জোড়া উইকেট নিলেন আর্শদীপ সিং। আফিফ হোসেন (৩) ও শাকিব আল-হাসানকে (১৩) ফিরিয়ে দিলেন তিনি। পরের ওভারেই ইয়াসির আলিকে (১) ফিরিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। ক্যাচ নিলেন আর্শদীপ। ৫ উইকেট হারিয়ে হারের মুখে বাংলাদেশ।

05:17 PM (IST) Nov 02

বৃষ্টির পর খেলা শুরু হতেই চালকের আসনে ভারত, পরপর উইকেট হারাচ্ছে বাংলাদেশ

নতুন করে খেলা শুরু হওয়ার পর ৩ উইকেট হারাল বাংলাদেশ। প্রথমে লিটন দাস, তারপর নাজমুল হোসেন শান্ত, এবার আউট হয়ে গেলেন আফিফ হোসেন। ৩ রান করলেন আফিফ। আর্শদীপ সিংয়ের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন আফিফ।

05:05 PM (IST) Nov 02

নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিলেন মহম্মদ শামি, দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশে

বাংলাদেশের ওপেনার লিটন দাস রান আউট হওয়ার পর এবার নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিলেন মহম্মদ শামি। ২১ রান করে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শান্ত। ৮৪ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ।

04:57 PM (IST) Nov 02

২৭ বলে ৬০ করে রান আউট হয়ে গেলেন লিটন দাস, কিছুটা স্বস্তিতে ভারতীয় দল

২৭ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে রান আউট হয়ে গেলেন লিটন দাস। তিনি আউট হয়ে যাওয়ায় স্বস্তিতে ভারতীয় দল। এখন নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে শাকিব আল-হাসান।

04:51 PM (IST) Nov 02

বৃষ্টির জন্য বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে খেলা, বাংলাদেশের পরিবর্তিত টার্গেট ৬ ওভারে ১৫১

বৃষ্টির জন্য বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের ইনিংসের ৪ ওভার কমানো হয়েছে। এখন ১৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫১ রান। ফলে ৫৪ বলে ৮৫ রান করতে হবে বাংলাদেশকে।

04:23 PM (IST) Nov 02

বৃষ্টিতে বন্ধ খেলা, ডাকওয়ার্থ-লুইস নিয়মে বাংলাদেশের চেয়ে ১৭ রানে পিছিয়ে ভারতীয় দল

বাংলাদেশের ইনিংসের ৭ ওভার হওয়ার পরেই বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছে খেলা। এখন ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৭ রানে পিছিয়ে ভারত।

04:02 PM (IST) Nov 02

অসাধারণ ব্যাটিং লিটন দাসের, ৭ ওভারের শেষে বৃষ্টির জন্য বন্ধ ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিলই। ভারতের ইনিংসে বৃষ্টি না এলেও, বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভারের পর বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল খেলা। ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬৬। লিটন ৫৯ ও নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত।

03:53 PM (IST) Nov 02

ভারতের বিরুদ্ধে অসাধারণ অর্ধশতরান লিটন দাসের, লড়াই করছে বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করছেন ওপেনার লিটন দাস। তিনি ২১ বলে ৫০ রান করলেন। লিটনের এই অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে লড়াই করছে বাংলাদেশ।

03:45 PM (IST) Nov 02

বড় রান তাড়া করতে নেমে ভাল শুরু বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস-নাজমুল হোসেন শান্তর

ভারতের করা ৬ উইকেটে ১৮৪ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩৫। লিটন ৩৩ ও শান্ত ২ রানে অপরাজিত।

03:16 PM (IST) Nov 02

এবারের টি-২০ বিশ্বকাপে তৃতীয় অপরাজিত অর্ধশতরান বিরাট কোহলির, বড় স্কোর ভারতের

বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত ইনিংস খেললেন বিরাট কোহলি। তিনি এদিন ৬৪ রানে অপরাজিত থাকলেন। ভারতীয় দল ৬ উইকেটে করল ১৮৪ রান।

02:59 PM (IST) Nov 02

৭ রান করে রান আউট হয়ে গেলেন দীনেশ কার্তিক, ৫ উইকেট হারাল ভারতীয় দল

বাংলাদেশের বিরুদ্ধে ৭ রান করেই রান আউট হয়ে গেলেন দীনেশ কার্তিক। ১৫০ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল।

02:57 PM (IST) Nov 02

বাংলাদেশের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি বিরাট কোহলির, বড় স্কোর ভারতীয় দলের

বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ বলে ৫০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। বড় স্কোর ভারতীয় দলের।

02:48 PM (IST) Nov 02

৫ রান করেই আউট হার্দিক পান্ডিয়া, বাংলাদেশের বিরুদ্ধে ৪ উইকেট হারাল ভারতীয় দল

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাত্র ৫ রান করেই আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ৪ উইকেট হারাল ভারতীয় দল। ১৩০ রানে ৪ উইকেট হারাল ভারত।

02:46 PM (IST) Nov 02

১৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ১৩০, ক্রিজে বিরাট-হার্দিক

বাংলাদেশের বিরুদ্ধে ১৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ১৩০। ক্রিজে বিরাট (৪০) ও হার্দিক (৫)।

02:39 PM (IST) Nov 02

বাংলাদেশের বিরুদ্ধে ৩০ রান করে আউট সূর্যকুমার যাদব, ৩ উইকেট হারাল ভারত

বাংলাদেশের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৬ বলে ৩০ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার। তিনি শাকিবের বলে বোল্ড হয়ে গেলেন। এখন ক্রিজে বিরাটের সঙ্গে হার্দিক পান্ডিয়া।

02:32 PM (IST) Nov 02

বাংলাদেশের বিরুদ্ধে ১২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১০১

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের ১২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১০১। বিরাট ২৯ ও সূর্যকুমার ১৭ রানে ব্যাটিং করছেন।

02:25 PM (IST) Nov 02

অ্যাডিলেডে ১০ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৬, ক্রিজে বিরাট-সূর্যকুমার

বাংলাদেশের বিরুদ্ধে ১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ৮৬। ৫০ রান করে আউট হয়ে গিয়েছেন কে এল রাহুল। রোহিত শর্মা করেন ২ রান। এখন ক্রিজে বিরাট কোহলি (২৪) ও সূর্যকুমার যাদব (৭)। শেষ ১০ ওভারে বড় স্কোরের আশায় ভারতীয় দল।

02:20 PM (IST) Nov 02

বাংলাদেশের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি কে এল রাহুলের, ভাল জায়গায় ভারতীয় দল

এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম ৩ ম্যাচে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফর্মে ফিরলেন কে এল রাহুল। তিনি এদিন ওপেন করতে নেমে ৩২ বলে ৫০ রান করলেন। 

02:01 PM (IST) Nov 02

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন কে এল রাহুল

৬ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৩৭। কে এল রাহুল ২১ ও বিরাট কোহলি ১৩ রানে অপরাজিত।

01:49 PM (IST) Nov 02

ক্যাচ মিস হওয়ার পরেই আউট রোহিত শর্মা, প্রথম উইকেট হারাল ভারতীয় দল

তাসকিন আহমেদের বলে ক্যাচ মিস হয়েছিল। তার পরের ওভারেই হাসান মাহমুদের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত শর্মা। প্রথম উইকেট হারাল ভারত।

01:48 PM (IST) Nov 02

তৃতীয় ওভারের তাসকিন আহমেদের বলে রোহিত শর্মার ক্যাচ ফস্কালেন হাসান মাহমুদ

তৃতীয় ওভারে তাসকিন আহমেদের বলে রোহিত শর্মার ক্যাচ মিস করলেন হাসান মাহমুদ। ৩ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১।

01:43 PM (IST) Nov 02

ম্যাচের প্রথম ছক্কা মারলেন কে এল রাহুল, তিনি আজ ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় ওভারে প্রথম ছক্কা মারলেন কে এল রাহুল। ২ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০।

01:37 PM (IST) Nov 02

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচের প্রথম ওভারে ১ রান কে এল রাহুলের

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারত। ওপেন করতে নেমেছেন কে এল রাহুল ও রোহিত শর্মা। প্রথম ওভারে ১ রান করেছেন রাহুল।

01:34 PM (IST) Nov 02

ভারত-বাংলাদেশের জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুর, মাতোয়ারা অ্যাডিলেড

ভারত-বাংলাদেশের যে কোনও ম্যাচ শুরু হওয়ার আগেই দেখা যায় আবেগঘন দৃশ্য। লাউডস্পিকারে বেজে ওঠে দু'দেশের জাতীয় সঙ্গীত। একদিকে “জন-গণ-মন” অন্যদিকে “আমার সোনার বাংলা”। দু'দেশের জাতীয় সঙ্গীতই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা বাঙালিদের কাছে বিশেষ গর্বের মুহূর্ত। অ্যাডিলডে টি-২০ বিশ্বকাপের ম্যাচেও এই মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটদুনিয়া।

01:15 PM (IST) Nov 02

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রথম একাদশ

বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল-হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

01:14 PM (IST) Nov 02

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের প্রথম একাদশ

ভারতীয় দল- কে এল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও আর্শদীপ সিং।


More Trending News