Asianet News | Published : Nov 6, 2022 7:42 AM IST / Updated: Nov 06 2022, 04:51 PM IST

T 20 World Cup 2022 Ind vs Zim Live: ১১৫ রানে অলআউট জিম্বাবোয়ে, ৭১ রানে জয় ভারতের

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে ভারতীয় দলের। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার ১২ গ্রুপ ২-এর শেষ ম্যাচটি নেহাতই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচের ফলে অবশ্য ঠিক হবে, গ্রুপের শীর্ষে কোন দল থাকবে। বাংলাদেশকে হারিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমি ফাইনালে যাওয়া নিশ্চিত করেছে পাকিস্তান। ভারত এদিন জিম্বাবোয়েকে হারালে গ্রুপের শীর্ষে থাকবে। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। দীনেশ কার্তিকের বদলে দলে এসেছেন তিনি। এর আগে এই প্রতিযোগিতার চারটি ম্যাচেই খেলেন কার্তিক। তিনি খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। এদিনের ম্যাচটি নিয়মরক্ষার হওয়ায় পন্থের ফর্ম দেখে নেওয়ার জন্য তাঁকে সুযোগ দেওয়া হল।

04:51 PM (IST) Nov 06

৭১ রানে জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমি ফাইনালে ভারতীয় দল

ভারতের ৫ উইকেটে ১৮৬ রানের জবাবে ১১৫ রানে অলআউট হয়ে গেল জিম্বাবোয়ে। ৭১ রানে জয় পেল ভারতীয় দল।

04:47 PM (IST) Nov 06

৩৪ রান করে আউট হয়ে গেলেন সিকন্দর রাজা, ৯ উইকেট হারিয়ে হারের মুখে জিম্বাবোয়ে

২৪ বলে ৩৪ রানের লড়াকু ইনিংস খেলে হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সিকন্দর রাজা। ১১১ রানে ৯ উইকেট হারাল জিম্বাবোয়ে।

04:43 PM (IST) Nov 06

১ ওভারে ২ উইকেট অশ্বিনের, জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জয় থেকে দূরত্ব কমছে ভারতীয় দলের

১৬-তম ওভারে ২ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি আউট করলেন ওয়েলিংটন মাসাকাদজা (১) ও রিচার্ড গারাভাকে (১)। ১০৬ রানে ৮ উইকেট হারাল জিম্বাবোয়ে।

04:38 PM (IST) Nov 06

রবিচন্দ্রন অশ্বিনের দ্বিতীয় শিকার, ১০৪ রানে ৭ উইকেট হারিয়ে হারের মুখে জিম্বাবোয়ে

দ্বিতীয় উইকেট তুলে নিলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১০৪ রানে ৭ উইকেট হারাল জিম্বাবোয়ে।

04:30 PM (IST) Nov 06

সেট হয়ে যাওয়া রায়ান বার্লকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন, ৬ উইকেট হারাল জিম্বাবোয়ে

৩৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর সিকন্দর রাজাকে নিয়ে লড়াই করছিলেন রায়ান বার্ল। তিনি ৩৫ রান করে ফেলেন। এরপরেই তাঁকে আউট করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৯৬ রানে ৬ উইকেট হারাল জিম্বাবোয়ে।

04:06 PM (IST) Nov 06

২ ওভারে ২ উইকেট মহম্মদ শামির, ৫ উইকেট খুইয়ে হারের মুখে জিম্বাবোয়ে

নিজের প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারেও উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। ৩৬ রানে ৫ উইকেট হারাল জিম্বাবোয়ে।

03:58 PM (IST) Nov 06

৩১ রানে ৪ উইকেট, জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলের জয় সময়ের অপেক্ষা

৩১ রানে ৪ উইকেট হারাল জিম্বাবোয়ে। মহম্মদ শামির মতোই নিজের প্রথম ওভারে উইকেট নিলেন হার্দিক পান্ডিয়াও। ভারতীয় দলের জয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে।

03:54 PM (IST) Nov 06

প্রথম ওভারেই ধাক্কা মহম্মদ শামির, ২৮ রানে ৩ উইকেট হারাল জিম্বাবোয়ে

পাওয়ার প্লে-র শেষ ওভারে প্রথমবার বল করতে এসেই উইকেট নিলেন বাংলার পেসার মহম্মদ শামি। ২৮ রানে ৩ উইকেট হারাল জিম্বাবোয়ে। বড় অঘটন ছাড়া এই ম্যাচে ভারতের জয় সময়ের অপেক্ষা।

03:33 PM (IST) Nov 06

২ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে জিম্বাবোয়ে, সহজেই ম্যাচ জয়ের পথে ভারতীয় দল

২ রানে ২ উইকেট হারাল জিম্বাবোয়ে। ভুবনেশ্বর কুমারের পর উইকেট নিলেন আর্শদীপ সিং। ২ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে ৩ রান করে ব্যাকফুটে জিম্বাবোয়ে।

03:24 PM (IST) Nov 06

ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার, জয়ের গন্ধ পাচ্ছে ভারত

রান তাড়া করতে নেমে প্রথম বলেই ওয়েসলি ম্যাডহেভারের উইকেট হারাল জিম্বাবোয়ে। ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ নিলেন বিরাট কোহলি।

03:15 PM (IST) Nov 06

সূর্যকুমার যাদবের অপরাজিত অর্ধশতরান, জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় স্কোর ভারতের

টি-২০ ফর্ম্যাটে কেন তিনি এখন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, সেটা ফের বুঝিয়ে দিলেন সূর্যকুমার যাদব। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫ বলে ৬১ রান করে অপরাজিত থাকলেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করল।

02:37 PM (IST) Nov 06

টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৩ রান করেই আউট ঋষভ পন্থ

এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৩ রান করেই আউট হয়ে গেলেন ঋষভ পন্থ। শন উইলিয়ামসের বলে অসাধারণ ক্যাচ নিয়ে পন্থকে ফেরালেন রায়ান বার্ল। ১০১ রানে ৪ উইকেট হারাল ভারত।

02:31 PM (IST) Nov 06

বাংলাদেশের পর জিম্বাবোয়ের বিরুদ্ধেও অসাধারণ অর্ধশতরান কে এল রাহুলের

পরপর দু'ম্যাচে অর্ধশতরান করলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে তিনি অর্ধশতরান করেছিলেন। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে করলেন ৫১ রান। 

02:28 PM (IST) Nov 06

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ২৬ রান করে আউট বিরাট কোহলি

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৬ রান করে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। ৮৭ রানে ২ উইকেট হারাল ভারতীয় দল।

02:19 PM (IST) Nov 06

১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৭৯, ক্রিজে বিরাট কোহলি, কে এল রাহুল

জিম্বাবোয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করছেন কে এল রাহুল। ১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৭৯। রাহুল ৪১ ও বিরাট কোহলি ২২ রানে অপরাজিত।

01:57 PM (IST) Nov 06

৫ ওভারের শেষ ভারতের স্কোর ১ উইকেটে ৩৬, ক্রিজে বিরাট কোহলি, কে এল রাহুল

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৩৬। রোহিত শর্মা ১৫ রান করে আউট হয়ে যাওয়ার পর ক্রিজে এসেছেন বিরাট কোহলি। ওপেনার কে এল রাহুল সাবলীল ব্যাটিং করছেন।

01:51 PM (IST) Nov 06

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ১৫ রান করে আউট ভারতের অধিনায়ক রোহিত শর্মা

এবারের টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচেই বড় রান পাননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচেও তিনি ১৫ রান করেই আউট হয়ে গেলেন। ২৭ রানে প্রথম উইকেট হারাল ভারতীয় দল।

01:32 PM (IST) Nov 06

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের হয়ে ওপেন করতে নেমেছে রোহিত শর্মা ও কে এল রাহুল

জিম্বাবোয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা ও কে এল রাহুল।

01:15 PM (IST) Nov 06

দীনেশ কার্তিকের বদলে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার সুযোগ পেলেন ঋষভ পন্থ

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে আছেন- কে এল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও আর্শদীপ সিং।


More Trending News