দ্রাবিড়ের সঙ্গে একই দলে খেলেছেন যুবরাজ ও কাইফ। তাঁরা প্রাক্তন সতীর্থর প্রশংসায় পঞ্চমুখ।
ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতায় উচ্ছ্বসিত প্রাক্তন তারকা যুবরাজ সিং ও মহম্মদ কাইফ। তাঁরা একসঙ্গে ভিডিও বার্তার মাধ্যমে ভারতের বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে কুর্ণিশ জানিয়েছেন। দ্রাবিড়ের সঙ্গে একই দলে খেলেছেন যুবরাজ ও কাইফ। তাঁরা প্রাক্তন সতীর্থর প্রশংসায় পঞ্চমুখ। ভারতের অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটার বিরাট কোহলি, পেসার আর্শদীপ সিং-সহ দলের প্রত্যেকের প্রশংসা করেছেন যুবরাজ-কাইফ।