এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের পারফর্ম্যান্স নজরকাড়া। দশম দিনে ২ সোনা-সহ ৯টি পদক জিতেছেন ভারতীয় খেলোয়াড়রা। কোর্ট থেকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড সব ক্ষেত্রেই পদক আনছেন অ্যাথলিটরা। আজ একাদশতম দিনেও সেই ধারা বজায় রাখতে মরিয়া তাঁরা। এশিয়ানেট বাংলায় দেখুন দিনের প্রতি মুহূর্তের আপডেট।
06:10 PM (IST) Oct 04
এশিয়ান গেমসে পুরুষদের ৪০০ মিটার রিলে রেসে সৌনা জিতলেন ভারতীয় দল। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে এই এশিয়াডে সোনা ফলাচ্ছেন অ্যাথলিটরা।
06:04 PM (IST) Oct 04
এশিয়াডের ইতিহাসে এই প্রথমবার জ্যাভলিন ইভেন্টে সোনা এবং রুপো জিতলেন দুই ভারতী। ৮৮.৮৮ মিটার ছুঁড়ে প্রথম স্থানে শেষ করলেন নীরজ চোপড়া। ৮৭.৫৪ মিটার ছুঁড়ে রুপো পেলেন কিশোর কুমার জেনা।
05:51 PM (IST) Oct 04
মেয়েদের ৪০০ মিটার রিলে দৌড়ে রুপো জিতলেন ভারতের মেয়েরা। বাহারিনের কাছে হারতে হল তাঁদের।
05:50 PM (IST) Oct 04
৮৮.৮৮ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ফের এক নম্বরে চলে গেলেন নীরজ। একটা কথা বলাই যায়, এই ইভেন্টে সোনা এবং রুপো আসছে ভারতেই।
05:41 PM (IST) Oct 04
৮৬ মিটারের বেশি জ্যাভলিন ছুঁড়ে আপাতত নীরজ চোপড়াকে টপকে এক নম্বরে রয়েছেন কিশোর কুমার জেনা।
05:25 PM (IST) Oct 04
৫০০০ মিটার দৌড়ে রুপো জিতলেন ভারতের অবিনাশ সাবলে। এর আগে স্টিপল চেজ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
05:00 PM (IST) Oct 04
মেয়েদের ৮০০ মিটার দৌড়ে রুপো জিতলেন হরমিলন ব্যাইনস।
04:48 PM (IST) Oct 04
সোনার প্রত্যেশার চাপ মাথায় নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এশিয়ান গেমসের জ্যাভলিন থ্রো ইভেন্টে নামলেন। প্রথম থ্রো বাতিল হল অজানা কারণে। দ্বিতীয়বার নতুন করে শুরু করতে হয় তাঁকে।
04:28 PM (IST) Oct 04
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের কোদাই নারাওকার কাছে ২-০ গেমে হেরে গেলেন ভারতের শাটলার কিদাম্বি শ্রীকান্ত।
04:00 PM (IST) Oct 04
এশিয়াডে স্কোয়াশের সেমিফাইনালে হংকংয়ের চি হিন হেনরি লিউনকে ৩-০ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছালেন সৌরভ ঘোষাল।
03:21 PM (IST) Oct 04
কবাডিতে গ্রুপ ও ম্যাচে থাইল্যান্ডকে ৫৪-২২ ব্যবধানে হারাল ভারতের মেয়েরা।
03:04 PM (IST) Oct 04
এশিয়ান গেমস হকির সেমি ফাইনালে কোরিয়া প্রজাতন্ত্রকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছাল ভারত। সোনার লড়াইয়ে চিন এবং জাপানের মধ্যে বিজয়ীদের সঙ্গে খেলতে হবে ভারতকে।
01:55 PM (IST) Oct 04
মেয়েদের ৭৫ কেজি বিভাগে বক্সিংয়ের ফাইনাল ম্যাচে চিনের লি কিউ-র কাছে হেরে সোনা হারালেন লাভলিনা বোরগোহাই। দ্বিতীয় স্থান নিয়ে রুপো পেলেন তিনি।
12:35 PM (IST) Oct 04
এশিয়ান গেমসে ভলিবলে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছাল ভারতের মেয়েরা।
12:11 PM (IST) Oct 04
স্কোয়াশের মিক্সড ডাবলস ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অনাহত সিং এবং অভয় সিং। সেমিতে হেরে গিয়েছিলেন এই জুটি।
11:51 AM (IST) Oct 04
মহিলাদের ৫৭ কেজি বিভাগে বক্সিং সেমিফাইনালে চাইনিজ তাইপের লিন ওয়াই টি-র কাছে হেরে ব্রোঞ্জ পদক পেলেন ভারতের প্রবীণ।
11:38 AM (IST) Oct 04
তিরন্দাজিতে সোনা জেতার পরই এশিয়ান গেমসে পদক জেতার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে ভারত। এর আগে ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ৭০টি পদক জিতেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এবার সেই সংখযা ছাড়িয়ে গিয়েছে। একই সঙ্গে ১৬টি স্বর্ণ পদক জিতেছেন এবারের প্রতিযোগীরা। আর একটি সোনা জিতলেই নতুন রেকর্ড গড়বেন অ্যাথলিটরা। যেটা নিশ্চত হয়েই রয়েছে। তিরন্দাজির একটি ম্যাচে দুই ভারতীয় লড়বেন। ফলে সেখানে সোনা এবং রুপো নিশ্চিত হয়েই রয়েছে।
11:29 AM (IST) Oct 04
স্কোয়াশের মিক্সড ডাবলস ইভেন্টে হংকং-কে হারিয়ে ফাইনালে পৌঁছলেন ভারতের দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং। আগামী কাল তাঁদের ফাইনাল ম্যাচ। এই ম্যাচ থেকে সোনার আশা করছে গোটা দেশ।
10:49 AM (IST) Oct 04
এশিয়ান গেমসে ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাল আফগানিস্তান।
09:54 AM (IST) Oct 04
কুস্তির ৮৭ কেজি বিভাগে সেমিফাইনালে ইরানের নাসের আলিজাদে-র কাছে হেরে বিদায় সুনীল কুমারের। আজই ব্রোঞ্জের জন্য লড়বেন তিনি।
09:28 AM (IST) Oct 04
কুস্তিতে ৭৭ কেজি পুরুষদের বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেলেন বিকাশ। চিনের রুই লিউ-র কাছে ৯-১ পয়েন্টের ব্যবধানে হারেন তিনি।
09:17 AM (IST) Oct 04
ইন্দোনেশিয়ার পুর্তি কুসুমাকে ২১-১৬, ২১-১৬ গেমে হারিয়ে শেষ আটে পৌঁছলেন পি ভি সিন্ধু।
08:50 AM (IST) Oct 04
কোরিয়ার দলকে হারিয়ে তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন ভারতের ওজাস দেওতালে এবং জ্যোতি ভেন্নাম। ফাইনালে দুই দলের পয়েন্ট ছিল যথাক্রমে ১৫৯ এবং ১৫৮। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথম স্থান অধিকার করল ভারত।
08:44 AM (IST) Oct 04
তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে ফাইনালে পৌঁছলেন ভারতের ওজাস প্রবীন দেওতালে এবং জ্যোতি ভেন্নাম। কাজাখস্তানের টিমকে হারিয়ে ফাইনালে পৌঁছান তাঁরা। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
08:41 AM (IST) Oct 04
চিনের ফেই পেং-কে হারিয়ে পুরুষদের ৮৭ কেজি গ্রেকো রোমান কুস্তি ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সুশীল কুমার।