ভারতে ক্রমবর্ধমান UPI জালিয়াতির পরিপ্রেক্ষিতে, ভারতপে 'শিল্ড' নামক একটি সুরক্ষা ব্যবস্থা চালু করেছে।
UPI জালিয়াতি রোধ করার জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা নিয়ে এল ফিনটেক কোম্পানি ভারতপে। 'শিল্ড প্রোটেক্ট' নামের এই ফিচারটি ভারতপে চালু করেছে। ক্রমবর্ধমান UPI জালিয়াতি থেকে মানুষকে রক্ষা করার লক্ষ্যে এই ফিচারটি সহজেই ভারতপে-তে সক্রিয় করা যায়।
UPI জালিয়াতি থেকে রক্ষা পেতে 'শিল্ড' নামক একটি ব্যবস্থা চালু করেছে ভারতপে। ডিজিটাল লেনদেনকে সুরক্ষিত করাই এর লক্ষ্য। তবে শিল্ড সুবিধা ব্যবহার করতে ভারতপে-তে অর্থ প্রদান করতে হবে। প্রথম ৩০ দিন পরিষেবাটি বিনামূল্যে থাকবে। এরপর মাসিক ১৯ টাকা দিতে হবে। ভারতপে-র iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপ-এ শিল্ড পরিষেবাটি পাওয়া যাচ্ছে। অ্যাপের হোমপেজে থাকা ব্যানারে ক্লিক করে ফিচারটি সক্রিয় করা যায়। প্রথমবার ব্যবহারকারীদের অন্য কাউকে অন্তত এক টাকা পাঠালে ফিচারটি সক্রিয় হবে।
ভারতপে ব্যবহারকারীরা জালিয়াতির শিকার হলে তা রিপোর্ট করার ব্যবস্থাও রয়েছে। ওয়ানঅ্যাসিস্ট-এর সঙ্গে যোগ দিয়ে ভারতপে এই সুবিধাটি চালু করেছে। ওয়ানঅ্যাসিস্ট অ্যাপের মাধ্যমে অথবা ১৮০০-১২৩-৩৩৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। তবে জালিয়াতির শিকার হওয়ার ১০ দিনের মধ্যে রিপোর্ট করতে হবে। জালিয়াতির শিকার হয়েছেন এমন প্রমাণস্বরূপ UPI লেনদেনের স্টেটমেন্টের মতো নথিও জমা দিতে হবে।
ভারতপে কি?
ডিজিটাল পেমেন্ট এবং অনলাইন অর্থনৈতিক পরিষেবা প্রদানকারী একটি ভারতীয় ফিনটেক কোম্পানি হল ভারতপে। ২০১৮ সালে ভারতপে প্রতিষ্ঠিত হয়। দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানে বহুল ব্যবহৃত UPI পরিষেবাগুলির মধ্যে একটি হল ভারতপে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।