গ্লোবাল টেকনোলজি সামিটে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুরু হবে ২৯ নভেম্বর

Published : Nov 05, 2022, 08:46 PM IST
jaishankar

সংক্ষিপ্ত

গ্লোবাল টেকনোলজি সামিট ২০২০ শুরু হচ্ছে ২৯ নভেম্বর থেকে। এই অনুষ্ঠান চলবে পয়লা ডিসেম্বর পর্যন্ত। যোগ দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রথম দিন ভারতের G20 শেরপা অমিতাভ কান্তের সাথে কথা বলবেন। 

গ্লোবাল টেকনোলজি সামিট ২০২০ শুরু হচ্ছে ২৯ নভেম্বর থেকে। এই অনুষ্ঠান চলবে পয়লা ডিসেম্বর পর্যন্ত। যোগ দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রথম দিন ভারতের G20 শেরপা অমিতাভ কান্তের সাথে কথা বলবেন।

গ্লোবাল টেকনোলজি সামিটে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শুরু হবে ২৯ নভেম্বর

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কার্নেগি ইন্ডিয়া গ্লোবাল টেকনোলজি সামিট ২০২২-এর প্রধান বক্তা হবেন বলে জানা গিয়েছে। নয়াদিল্লিতে ২৯শে নভেম্বর শুরু হচ্ছে কার্নেগি ইন্ডিয়া গ্লোবাল টেকনোলজি সামিট ২০২২। জয়শঙ্কর প্রথম দিনে ভারতের G20 শেরপা অমিতাভ কান্তের সাথে গ্লোবাল টেকনোলজি সামিটে ২০২২-এ যোগ দেবেন। উল্লেখ্য, ভারত এই বছরের শেষের দিকে G20-এর সভাপতিত্ব করার প্রস্তুতি নিচ্ছে৷

এই সম্মেলনে আলাপচারিতার মূল উপজীব্য হবে ডিজিটাল আইডেন্টিটি, স্বাস্থ্যসেবার অ্যাক্সেস উন্নত করতে ডিজিটাল পরিকাঠামোর ব্যবহার, ক্রস-বর্ডার পেমেন্ট সিস্টেম, ডিজিটাল পাবলিক গুডস (ডিপিজি) তৈরি করতে অংশীদারিত্বের প্রসার। এগুলির বাস্তবায়নের ফলেই ভারতের G20 এজেন্ডাকে রূপ দেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্যানেলের মধ্যে রয়েছে ডিজিটাল সোসাইটির জন্য ফাউন্ডেশনাল আর্কিটেকচার, ডিজিটাল হেলথ সলিউশনস: রোড টু সাসটেইনেবল হেলথ কেয়ার ডেলিভারি, ইন্টারনেট পরিকাঠামোর নিরাপত্তা।

প্রথম দিনের আলোচনায় অংশ নেওয়া মূল বক্তারা হলেন সি. রাজা মোহন (সিনিয়র ফেলো, এশিয়া সোসাইটি পলিসি নেটওয়ার্ক), নিবৃত্তি রাই (কান্ট্রি হেড, ইন্টেল ইন্ডিয়া এবং ভাইস প্রেসিডেন্ট, ইন্টেল ফাউন্ড্রি সার্ভিসেস, ইন্টেল কর্পোরেশন), হর্ষ বর্ধন শ্রিংলা (জি২০) চিফ কোঅর্ডিনেটর, ভারত সরকার), কীজোম এনগোডুপ ম্যাসালি (ডিজিটাল প্রোগ্রামিং প্রধান, ইউএনডিপি চিফ ডিজিটাল অফিস), আর.এস. শর্মা (চিফ এক্সিকিউটিভ অফিসার, ন্যাশনাল হেলথ অথরিটি), আমনদীপ সিং গিল (প্রযুক্তি বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের প্রধান দূত), লিভ মার্তে নর্ডহাগ (কো-লিড, ডিজিটাল পাবলিক গুডস অ্যালায়েন্স) ক্যাথলিন ম্যাকগোয়ান (সিনিয়র ডিরেক্টর, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি, ডিজিটাল ইমপ্যাক্ট অ্যালায়েন্স, ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন), এবং মার্কাস বার্টলি জনস (এশিয়ার রিজিওনাল ডিরেক্টর, গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি, মাইক্রোসফট।)

গ্লোবাল টেকনোলজি সামিট (GTS) হল কার্নেগি ইন্ডিয়ার বার্ষিক ফ্ল্যাগশিপ শীর্ষ সম্মেলন, যা বিদেশ মন্ত্রকের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। 'জিওপলিটিক্স অফ টেকনোলজি' থিমের উপর আলোচনা করার জন্য এই শীর্ষ সম্মেলনটির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে এক মঞ্চে পাওয়া যাবে সারা বিশ্বের শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, বিজ্ঞানী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের।

সাধারণ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করে গ্লোবাল টেকনোলজি সামিটে যোগ দিতে পারে।

আরও পড়ুনঃ

গাড়ি দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যু, মহিলা চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের

চাকরি থাকবে - না যাবে? ইমেলের অপেক্ষায় আতঙ্কের প্রহর গুণছেন টুইটারের কর্মীরা

ইলন মাস্কের তুঘলকি শাসন, সপ্তাহে ৭ দিন ১২ ঘন্টা করে কাজ করুন, নইলে কাজ হারাবেন

 

 

 

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার