WhatsApp-এ কি কেউ আপনাকে ব্লক করে দিয়েছে? জেনে নিন তা বুঝবেন কীভাবে

Published : Nov 09, 2023, 02:38 PM IST

মেটা-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। বর্তমানে অন্যের সঙ্গে যোগাযোগের সেরা মাধ্যম হয়ে উঠেছে WhatsApp। তবে অনেক সময় দেখা যায় WhatsApp-এ নির্দিষ্ট কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

PREV
15

যদি কোনও নির্দিষ্ট ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করেও, তা পাঠাতে না পারেন, তবে সন্দেহ জাগে যে আমাদের WhatsApp-এ ব্লক করা হয়েছে। ব্যাপারটা সত্যি কি না, কেউ WhatsApp-এ ব্লক করেছে কি না তা জানার কয়েকটি উপায় আছে।

25

যখন কেউ অন্যকে WhatsApp-এ ব্লক করেন, তখন তাঁকে লাস্ট সিন অপশনে দেখা যাবে না এবং অনলাইন স্ট্যাটাসও দেখতে পাওয়া যাবে না। কারণ WhatsApp-এর তরফে সেই তথ্য হাইড করা হবে ওই ইউজারের গোপনীয়তা রক্ষা করার জন্য। সুতরাং এমন দেখতে পেলেই বুঝে নিতে হবে ওই নির্দিষ্ট ইউজার WhatsApp-এ ব্লক করেছেন।

35

যদি কেউ WhatsApp-এ ব্লক করেন, তাহলে তাঁর প্রোফাইল ফটো আপডেট আর দেখা যাবে না। এটিও WhatsApp ইউজারদের গোপনীয়তা রক্ষা করার লক্ষ্যে করে থাকে। সুতরাং এমন হলে বুঝে নিতে হবে ওই নির্দিষ্ট ইউজার WhatsApp-এ ব্লক করেছেন।

45

কোনও WhatsApp ইউজার যখন কাউকে ব্লক করেন, তখন আর তাঁকে WhatsApp-এ মেসেজ সেন্ড করা যাবে না। তখন সেই ইউজারকে WhatsApp-এ মেসেজ সেন্ড করলেও, সেই মেসেজের পাশে মাত্র একটি টিক চিহ্ন দেখতে পাওয়া যাবে। সাধারণত WhatsApp মেসেজের পাশে দুটি টিক চিহ্ন দেখতে পাওয়া গেলে বোঝা যায় যে সেই মেসেজ নির্দিষ্ট ইউজারের কাছে পৌঁছে গিয়েছে।

55

সেই টিক চিহ্ন নীল হলে বোঝা যায় যে ইউজার সেই মেসেজ সিন করেছেন। সুতরাং WhatsApp মেসেজের পাশে মাত্র একটি টিক চিহ্ন দেখতে পাওয়া গেলে বুঝে নিতে হবে যে, WhatsApp-এর তরফে সেই মেসেজ সেন্ড করা হয়নি, কারণ ওই নির্দিষ্ট ইউজার প্রেরককে ব্লক করেছেন।

click me!

Recommended Stories