এবার ভারতে তৈরি হচ্ছে দ্রুতগতির ট্রেন, বিইএমএল-এর হাতে নির্মাণের দায়িত্ব

Published : Oct 16, 2024, 01:19 AM IST
এবার ভারতে তৈরি হচ্ছে দ্রুতগতির ট্রেন, বিইএমএল-এর হাতে নির্মাণের দায়িত্ব

সংক্ষিপ্ত

ভারত দেশীয়ভাবে নির্মিত হাই-স্পিড ট্রেনের নির্মাণের দায়িত্ব বেমলকে দিয়েছে। ঘণ্টায় ২৮০ কিমি বেগে ছুটবে এই ট্রেন।

বেঙ্গালুরু: খুব শীঘ্রই ভারতে প্রথম দেশীয়ভাবে নির্মিত দ্রুতগতির ট্রেন চালু হবে বলে জানা গেছে। হাই স্পিড রেল সংযোগের মাধ্যমে ভারতীয় রেলের স্বপ্ন বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিয়ে জাতীয় পরিবহন সংস্থাটি দ্রুতগতির ট্রেন নির্মাণের জন্য বেমলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ট্রেনগুলি ভারতেই ডিজাইন ও তৈরি করা হবে। ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে ট্রেনগুলি পরীক্ষামূলকভাবে চালানো হবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, চেয়ার কার বিন্যাসের মাধ্যমে আরামদায়ক ও উপভোগ্য ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে এই ট্রেনগুলি।

দুটি দ্রুতগতির ট্রেনের নকশা, নির্মাণ এবং কমিশনিংয়ের জন্য চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বেমলকে চুক্তি প্রদান করেছে। প্রতিটি ট্রেনে আটটি কোচ থাকবে। একটি কোচ তৈরিতে ২৭.৮৬ কোটি টাকা খরচ হবে। মোট খরচ হবে ৮৬৬.৮৭ কোটি টাকা। ২০২৬ সালের শেষের দিকে ট্রেনগুলি সরবরাহ করা হবে।

বেমলের কোচ ফ্যাক্টরিতেই ট্রেনগুলি নির্মিত হবে। ভারতের প্রথম দ্রুতগতির বুলেট ট্রেন প্রকল্পটি নির্মাণ করছে এনএইচএসআরসিএল। এদিকে, বেমল প্রথম ১০টি বন্দে ভারত স্লিপার ট্রেন নির্মাণ করবে। প্রথম ট্রেনটি ইতিমধ্যেই আইসিএফ-কে হস্তান্তর করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Google Gemini: কাজের চাপ কমাতে চান? গুগল ওয়ার্কস্পেসে জেমিনি ব্যবহার করুন এইভাবে
নেটফ্লিক্সে এবার বড় পরিবর্তন, মোবাইল অ্যাপে আর পাওয়া যাবে না এই ফিচার