Jio: অ্যামাজন, স্টারলিঙ্কের সঙ্গে লড়াই, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট চালু করছে জিও

প্রযুক্তির দুনিয়ায় নিত্যনতুন লড়াই চলছে। প্রযুক্তি যত আধুনিক ও উন্নত হচ্ছে, বিভিন্ন সংস্থার মধ্যে ততই প্রতিযোগিতা বেড়ে চলেছে।

অ্যামাজন ও ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের সঙ্গে সরাসরি লড়াইয়ে নামছে মুকেশ আম্বানির সংস্থা জিও। ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে অনুমোদন পেয়ে গিয়েছে জিও। ফলে ভারতে এবার উন্নত ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। লুক্সেমবার্গের সংস্থা এসইএস-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্ম। ভারতে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার জন্য কৃত্রিম উপগ্রহের সাহায্য নিতে চলেছে জিও। এ বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ভারতে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য অরবিট কানেক্ট ইন্ডিয়া নামে এক নতুন সংস্থা গড়ে তোলা হয়েছে। এই সংস্থাকেই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে অনুমোদন দিয়েছে সরকার। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার এ বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে স্যাটেলাইট ইন্টারনেট চালু করার বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। ফলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই। যদিও টেলিযোগাযোগ দফতর থেকে এখনও অনুমোদন পায়নি জিও। সেই অনুমোদন পেলেই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা সম্ভব হবে।

অন্য সংস্থাগুলিকে পিছনে ফেলে দিল জিও

Latest Videos

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা নিয়ে একাধিক সংস্থার মধ্যে প্রতিযোগিতা চলছে। অরবিট কানেক্ট ইন্ডিয়া ছাড়াও অ্যামাজন, স্টারলিঙ্ক ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য অনুমোদন চাইছে। তবে জিও ইতিমধ্যেই বেশিরভাগ অনুমোদন পেয়ে যাওয়ায় প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে গিয়েছে।

ভারতে মহাকাশ ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ

সম্প্রতি ভারতে মহাকাশ ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে সরকারি নীতিতে বদল আনা হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়ছে। একাধিক বিদেশি সংস্থা ভারতে স্যাটেলাইট ইন্টারনেটে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দারুণ খবর, গঙ্গার নীচে মেট্রো সফরে পাবেন ফুল স্পিড ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক!

Apurva Chandra D2M: সিম কার্ড এবং ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন ভিডিও, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের 'অপূর্ব' উদ্যোগ

Veera: শুধুমাত্র মোবাইল ফোনের জন্য তৈরি হল ইন্টারনেট ব্রাউজ়ার, ভারতে তৈরি 'ভিরা' ঘটাতে পারে ডিজিটাল বিপ্লব

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury