Veera: শুধুমাত্র মোবাইল ফোনের জন্য তৈরি হল ইন্টারনেট ব্রাউজ়ার, ভারতে তৈরি 'ভিরা' ঘটাতে পারে ডিজিটাল বিপ্লব

মার্কিন বিনিয়োগকারীদের সাহায্যে ভারতের এই উদ্ভাবনী ব্রাউজারটি সারা দেশে স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

Sahely Sen | Published : Sep 23, 2023 4:01 AM IST / Updated: Sep 23 2023, 10:29 AM IST

সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ, ভারতের জন্য ডিজিটাল বিপ্লবের আরও এক ধাপ উত্তরণ। কারণ, এই দিনেই চালু হল ভারতের তৈরি প্রথম ইন্টারনেট ব্রাউজ়ার ‘ভিরা’ (Veera)।

‘ভিরা’ ব্রাউজার কাজ করবে শুধুমাত্র স্মার্ট ফোনের জন্যই, এখনও পর্যন্ত ল্যাপটপ বা কম্পিউটারে এটি ব্যবহার করার সুবিধা চালু হয়নি। তবে, মার্কিন বিনিয়োগকারীদের সাহায্যে ভারতের এই উদ্ভাবনী ব্রাউজারটি সারা দেশে স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। 

‘ভিরা’ ইন্টারনেট ব্রাউজ়ারের কতগুলি বৈশিষ্ট্য হল:

- তৃতীয় পক্ষের বিজ্ঞাপনগুলি ব্লক করে, অর্থাৎ ইন্টারনেটে কিছু সার্চ করতে গেলে বিজ্ঞাপনের বিরক্তি কম হবে।

- উন্নত নিরাপত্তার জন্য ট্র্যাকার ব্লক করে, সার্চকারীর মোবাইলের তথ্য তুলনামূলকভাবে অধিক সুরক্ষিত থাকবে।

- স্থানীয় বিষয়বস্তু অফার করে, অর্থাৎ, আঞ্চলিক বাণিজ্যে সহায়তা করে।
- এর মধ্যে ‘Kavach’ রয়েছে, যা ট্র্যাকার প্রতিরোধ করে। ইন্টারনেট সার্চ করলেও দুষ্কৃতীদের হাতে ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার আশঙ্কা কম। 

Share this article
click me!