যাত্রী সুবিধার্থে ব্যাগের মধ্যে থেকেই ল্যাপটপ বা মোবাইল স্ক্যান করার নয়া মেশিন আসছে বিমানবন্দরগুলোতে। বিমান ধরার তারা থাকলে এখন আর ভোগান্তি পোহাতে হবে না যাত্রীদের।
এবার মোবাইল, ল্যাপটপের মতো জিনিসপত্র ব্যাগ থেকে বের করে নয় বরং ব্যাগের মধ্যে রেখেই চেক করানো যাবে। যাত্রী সুবিধার্থে ব্যাগের মধ্যে থেকেই ল্যাপটপ বা মোবাইল স্ক্যান করার নয়া মেশিন আসছে বিমানবন্দরগুলোতে। বিমান ধরার তারা থাকলে এখন আর ভোগান্তি পোহাতে হবে না যাত্রীদের।
ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের (বিসিএস) তরফে বলা হয়েছে যে ভারতের সমস্ত বিমানবন্দরে এর জন্য কম্পিউটার টোমোগ্রাফি টেকনোলজি চালু হতে পারে। আপাতত সুপারিশের পর্যায়ে রয়েছে এই বিষয়টি। অনুমোদন পেলেই শিগ্রই এটিকে বাস্তবায়ন করা হবে বলে। নতুন এই প্রযুক্তি ব্যবহার করতে পারলে স্ক্যানারের মাধ্যমে ব্যাগের ভিতরে থাকা সমস্ত জিনিসই খুঁটিয়ে দেখা যাবে। মোবাইল, ল্যাপটপের মতো বৈদ্যুতিন যন্ত্রপাতিও অনায়াসে স্ক্যান করা যাবে এই প্রযুক্তির সাহায্যে।
বিসিএস আধিকারিক জয়দীপ প্রসাদ বলেছেন, “বর্তমানে বিমানবন্দরগুলিতে যে প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালানো হয়, তাতে টু-ডাইমেনশনে জিনিসপত্র দেখা যায়। কিন্তু নতুন প্রযুক্তির ব্যবহারে থ্রি-ডি অবস্থায় ব্যাগের মধ্যের জিনিসপত্র দেখা যাবে। তার ফলে স্ক্যানারে দেওয়ার আগে বৈদ্যুতিন জিনিসপত্র বের করতে হবে না যাত্রীদের।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আমেরিকা বা ইউরোপে ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সূত্র মারফত খবর যে শুরুতে মাত্র চারটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা করা হয়েছে। তারপর সেটি কার্যকরী হলে তবে ভারতবর্ষের অন্যান্য বিমানবন্দরে এই স্ক্যানার বসানোর চিন্তা ভাবনা করবে বিসিএস।