অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্যবহার করছেন? সাবধান! সবকিছুর উপরেই নজর রাখছে হ্যাকাররা

Published : Oct 08, 2024, 10:23 AM ISTUpdated : Oct 08, 2024, 11:07 AM IST
Google Chrome

সংক্ষিপ্ত

আইওএস প্ল্যাটফর্মে সার্চ ইঞ্জিনের সুরক্ষা অনেক বেশি হলেও, অ্যান্ড্রয়েডে সুরক্ষা ব্যবস্থা সেই তুলনায় কম। ফলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্ক থাকা জরুরি।

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল ক্রোমে যা কিছু সার্চ করছেন, তা সবই কি হ্যাকারদের নাগালের মধ্যে? আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ব্যক্তিগত ছবি, কথোপকথনও সহজেই পেয়ে যায় হ্যাকাররা? বারবার এই আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। গুগল ক্রোম ব্যবহারকারীদের সতর্কও করে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকেই মোবাইল ফোনের সব সেটিংসের সঙ্গে পরিচিত নন। অনেকেই অজান্তে এমন কিছু ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করেন, যা তাঁদের ক্ষতির কারণ হয়ে যায়। তাই সবারই সতর্ক থাকা উচিত। গুগল ক্রোম এড়িয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হয়। সেটা না পারলে অন্তত সার্চের বিষয়ে সতর্ক থাকা উচিত।

কীভাবে সুরক্ষিত রাখা যাবে গুগল ক্রোম?

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত গুগল ক্রোমে ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে দেওয়া উচিত। আর্থিক লেনদেন সংক্রান্ত পাসওয়ার্ডও মুছে ফেললে ভালো হয়। গুগল ক্রোম সেটিংসে কিছু বদল করতে হবে। গুগল ক্রোম খুলে সেটিংস অপশনে যেতে হবে। তারপর সাইট সেটিংস অপশনে যেতে হবে। এরপর অন ডিভাইস সার্ভিস ডেটা ডিসএবল করে দিতে হবে। তাহলেই গুগল ক্রোম সুরক্ষিত থাকবে।

অ্যান্ড্রয়েডে ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করে দিচ্ছে CERT-in

CERT-in বলছে যে Google Chrome এ একাধিক সমস্যা দেখা গিয়েছে। হ্যাকাররা এই সমস্যারই সুযোগ নিতে পারে। এর মাধ্যমে বিভিন্ন সিস্টেম, ব্যক্তিগত ফাইল এবং ব্যাঙ্কিং তথ্য সহজেই হাতের নাগালে পেতে পারে হ্যাকাররা। সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ দুটি ক্রোম সংস্করণগুলি হল -১২৬.০.৬৪৭৮.১৮২/১৮৩ (উইন্ডোজ এবং ম্যাক) এর আগের ডেস্কটপ সংস্করণের জন্য Google Chrome -১২৬.০.৬৪৭৮.১৮২ (লিনাক্স)। গুগল ক্রোম ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত। না হলে যে কোনও সময় বিপদ হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সাবধান! আপনার বহু ব্যক্তিগত তথ্যই জানে গুগল, প্রতিবেশীর মতো গোপনে নজর রাখে আপনার উপর

গুগল ক্রোম ব্যবহারকারীরা সাবধান! সমস্ত ব্যক্তিগত তথ্য পেয়ে যাচ্ছে হ্যাকাররা?

Google Map: গুগল ম্যাপেই দেখা যাচ্ছে কোথায় পাহারায় রয়েছে ট্রাফিক পুলিশ! আইন ভাঙার খেলায় নেমেছেন আমজনতা?

PREV
click me!

Recommended Stories

OnePlus 15R: দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, নতুন চিপ! লঞ্চের আগেই শোরগোল ফেলে দিল ওয়ানপ্লাস ১৫আর
গুগলে এই ৫টি জিনিসের ব্যাপারে সার্চ করলেই হতে পারে জেল! এগুলি খোঁজেননি তো?