ব্যবহারকারীদের জন্য দারুণ খবর, হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার

বাস্তবে একটি মেসেজিং অ্যাপ। কিন্তু সেই হোয়াটসঅ্যাপ মানেই যেন নতুনত্ব। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ হচ্ছে এই অ্যাপ্লিকেশনে। এবারেও তার ব্যতিক্রম নয়। জানা যাচ্ছে, একটি নতুন ফিচার নিয়ে কাজ চলছে হোয়াটসঅ্যাপে (WhatsApp)।

বাস্তবে একটি মেসেজিং অ্যাপ। কিন্তু সেই হোয়াটসঅ্যাপ মানেই যেন নতুনত্ব। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ হচ্ছে এই অ্যাপ্লিকেশনে। এবারেও তার ব্যতিক্রম নয়। জানা যাচ্ছে, একটি নতুন ফিচার নিয়ে কাজ চলছে হোয়াটসঅ্যাপে (WhatsApp)।

এবার থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজের অনুবাদও করে দেবে এই মেসেজিং অ্যাপটি। খুব দ্রুত এই আপডেট আসতে চলেছে বলেই জানা যাচ্ছে। মেটা (Meta) এবার নতুন আরও এক প্রযুক্তি হাজির করছে ইউজারদের সামনে। এমনিতেই হোয়াটসঅ্যাপের ইউজার ইন্টারফেস এখন আরও আকর্ষণীয়।

Latest Videos

আর এবার এই নতুন ফিচারকে কাজে লাগিয়ে যেকোনও ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দের ভাষাতেই পড়তে পারবেন ইউজাররা। একটি নির্দিষ্ট অপশন অন করে দিলেই, সমস্ত মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে এই আপডেটেড ফিচার।

তবে এর ফলে কোনওভাবেই ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ব্যাহত হবে না। বিশেষজ্ঞদের মতে, এই ফিচারের ফলে দারুণ সুবিধা পাবেন ইউজাররা। অন্য কোনও ভাষার মেসেজকে নিজের পছন্দের ভাষায় রূপান্তরিত করে নেওয়া যাবে।

প্রসঙ্গত, এর আগেই নতুন একটি ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে ভয়েস নোটের লিখিত প্রতিলিপি তৈরি হয়ে যাচ্ছে। ফলে যেখানে অডিও মেসেজ শোনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেখানে তার লিখিত রূপ দেখে নিতে পারছেন ইউজাররা। এক্ষেত্রে ব্যাবহার করা হয়েছে ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’।

আর এবার মেসেজ অনুবাদের বিষয়টিও ইউজারদের হাতের মুঠোয় আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। খুব দ্রুতই এই পরিষেবা শুরু হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি ভিডিও কলিং ফিচারের ক্ষেত্রেও আপডেট এনেছে মেটার মালিকানাধীন এই সংস্থাটি। ফলে, ভিডিও কলে এখন সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাচ্ছে।

এদিকে ইতিমধ্যেই মেটা ‘এআই’(AI) অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। যেকোনও প্রশ্ন করলেই মুহূর্তে মিলে যাচ্ছে তার উত্তর। এবার সেই এআই অ্যাসিস্ট্যান্সের সঙ্গে নয়া ফিচার যুক্ত হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, এবার এআই-এর সঙ্গে চ্যাটে ছবিও আদানপ্রদান করা যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar