আনলক অবস্থাতেও আপনার ফোন থাকবে সম্পূর্ণ সুরক্ষিত, ছোট্ট এই কাজটি করে রাখুন

স্মার্টফোন সাবধানে, খুব বুঝে শুনে ব্যবহার করতে হয়। প্রযুক্তি যত উন্নত হয়েছে ততই বেড়েছে স্মার্টফোনের চাহিদা।

Parna Sengupta | Published : Oct 5, 2021 2:16 PM IST

ইন্টারনেট (Internet) আর সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে স্মার্টফোন (smart Phone) সস্তা হলেও মানুষের গোপনীয়তা (Privacy) বড়োই দুর্লভ হয়ে উঠেছে। আজকাল স্মার্টফোন আমাদের ব্যবহৃত অনেক কিছুই জায়গা নিয়ে নিয়েছে। ঘড়ি, ক্যামেরা, নোটবুক থেকে এটিএম কার্ড পর্যন্ত এখন স্মার্টফোনের মধ্যেই মেলে। তাই গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরি। 

এরই সঙ্গে উঠে আসে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি। তাই স্মার্টফোন সাবধানে, খুব বুঝে শুনে ব্যবহার করতে হয়। প্রযুক্তি যত উন্নত হয়েছে ততই বেড়েছে স্মার্টফোনের চাহিদা। আজ প্রায় সকলের কাছেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে, কারোর কারোর তো আবার একাধিক স্মার্টফোন রয়েছে।

Latest Videos

এমন অনেক সময় হয়, যে আপনারই চেনা কোনো ব্যক্তি যাকে হয়তো কিছুক্ষনের জন্য আপনার ফোনটি ব্যবহার করতে দিয়েছেন। তার মধ্যেই সে নিজের কাজের সাথে আপনার ফোনে থাকা ব্যক্তিগত সমস্ত তথ্য জেনে ফেলছে। অনেক সময়েই আমরা কোনো নির্দিষ্ট কিছু একটা দেখতে ফোন নিয়ে অন্য কারোর দিকে এগিয়ে গেলে সে ফোন হাতে নিয়ে বিভিন্ন অ্যাপ খুলতে থাকে। এর ফলে যেমন আপনি বিরক্ত হবেন তেমনি আপনার ব্যক্তিগত তথ্য অন্য কারোর দেখে ফেলারও সম্ভাবনা বাড়বে।

বহুবার এমনও ঘটে যে আপনি না চাইলেও আপনার ব্যক্তিগত বা গোপন কোনো তথ্য যেটা আপনি হয়তো আপনার ফোনে স্টোর করে রেখেছেন সেটা হ্যাক হয়ে গেছে বা অন্য কেউ দেখে ফেলেছে। এর কারণ হিসাবে অনেকেই ভাবেন যে ফোন ফিঙ্গারপ্রিন্ট বা পিন বা পাসওয়ার্ড দিয়ে লক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

কিন্তু সত্যি কি এটুকুই যথেষ্ট! স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার এই অনলাইন দুনিয়াতে মানুষের ব্যক্তিগত তথ্য লিক হয়ে প্রায়শই সমস্যার সৃষ্টি করে। এবার এই সমস্যারই একটি দুর্দান্ত সলিউশান এসেছে আপনাদের জন্য। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এমন একটি ফিচার রয়েছে যেটা দিয়ে আপনি একটি স্ক্রিনেই আটকে রাখতে পারেন যে কোন স্মার্টফোনকে। অর্থাৎ যেটা ব্যবহার করার জন্য দিয়েছেন সেটাই ব্যবহার করতে পারবে অন্য কেউ। এছাড়াও অন্য কিছুই সে চাইলেও ব্যবহার করতে পারবে না।

এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না, এমনকি কোনো অ্যাপও ইনস্টল করতে হবে না। এই ফিচারটির নাম হল স্ক্রিন পিনিং ‘(Screen Pinning)’ আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফিচারটি ব্যবহার করে আপনার ফোনটিকে সুরক্ষিত রাখতে পারেন। শুধু লক অবস্থায় নয়, আনলক অবস্থাতেও সুরক্ষিত থাকবে ফোন।

শুনে অবাক লাগছে তাই না! আসলে এই ফিচারটি সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। কীভাবে অ্যাক্টিভেট করবেন এই ফিচার, জেনে নিন

এই ফিচারটি চালু করতে প্রথমেই আপনাকে যেতে হবে ফোনের সেটিংস অপশনে।
এরপর Security & Lock সেটিং এ যেতে হবে। 
সেখান থেকে Pin Screen / Screen Pinning অপশনটি বেছে নিতে হবে।
এবার Screen Pinning ও করে যে অ্যাপটি ব্যবহার করতে দিতে চান সেটি খুলে দিতে হবে ও তারপর বন্ধ করে দিতে হবে।
এরপর রিসেন্ট অ্যাপস অপশন থেকে পিন করা অ্যাপটি খুলে নিলেই হবে।

এই ভাবে আপনি যে অ্যাপটি চাইবেন শুধু সেটিই খোলা যাবে। সেটা ছাড়া আর কিছুই খোলা যাবে না।

Share this article
click me!

Latest Videos

Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
উত্তপ্ত রায়দিঘি! আবাস তালিকা নিয়ে তৃণমূল-নির্দলের তুমুল সংঘর্ষ | South 24 Parganas News Today
'তৃণমূলের একটাই লক্ষ্য কাটমানি খাওয়া' ভরা মঞ্চে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News