হরিয়ানার পাশাপাশি বিধানসভা ভোট চলছে মহারাষ্ট্রেও। ২৮৮টি আসনের মধ্যে বিজেপি এখানে প্রার্থী দিয়েছে ১৫০টি আসনে। অন্যদিকে জোটসঙ্গী শিবসেনা লড়ছে ১২৪টি আসনে। কংগ্রেস জোট গড়েছে এনসিপি-র সঙ্গে। ভোটে শান্তপূর্ণ করতে রাজ্য জুড়ে মোতায়েন রয়েছে প্রচুর নিরাপত্তারক্ষী।
হরিয়ানার পাশাপাশি বিধানসভা ভোট চলছে মহারাষ্ট্রেও। ২৮৮টি আসনের মধ্যে বিজেপি এখানে প্রার্থী দিয়েছে ১৫০টি আসনে। অন্যদিকে জোটসঙ্গী শিবসেনা লড়ছে ১২৪টি আসনে। কংগ্রেস জোট গড়েছে এনসিপি-র সঙ্গে। ভোটে শান্তপূর্ণ করতে রাজ্য জুড়ে মোতায়েন রয়েছে প্রচুর নিরাপত্তারক্ষী। নাগপুরে ভেট দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভগবত। অন্যদিকে মুম্বইতে ভোট দিলেন এনসিপি নেতা অজিত পওয়ার। অজিত নিজেই বারামতী থেকে এবারের বিধানসভা ভোটে লড়ছেন। আন্ধেরি পশ্চিম কেন্দ্রে সবার প্রথমে ভাটার লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রযোগ করলেন অভিনেত্রী শোভা খোটে।