মহারাষ্ট্রের পাশাপাশি আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন হরিয়ানাতে। সব দলই তাই এখন ব্যস্ত ভোট প্রচারে। আসরে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। হরিয়ানার চরকি দাদরিতে জনসভা করলেন নরেন্দ্র মোদী। দাবি করলনে ভোট প্রচার করতে নয় বরং হরিয়ানার মানুষের ভালবাসার টানেই বারবার এরাজ্যে ছুটে আসেন তিনি। আগামী ২৪ অক্টোবর হরিয়ানায় ভোটগণনা।
মহারাষ্ট্রের পাশাপাশি আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন হরিয়ানাতে। সব দলই তাই এখন ব্যস্ত ভোট প্রচারে। আসরে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। হরিয়ানার চরকি দাদরিতে জনসভা করলেন নরেন্দ্র মোদী। দাবি করলনে ভোট প্রচার করতে নয় বরং হরিয়ানার মানুষের ভালবাসার টানেই বারবার এরাজ্যে ছুটে আসেন তিনি। আগামী ২৪ অক্টোবর হরিয়ানায় ভোটগণনা।