ঘরে ভুলেও তেঁতুল গাছ লাগাবেন না। বিশেষজ্ঞ বলছেন এতে ঘরে অশুভ শক্তি ঘরে আসতে পারে। বাড়ি বানানোর আগে ভালো করে দেখে নিন আশেপাশে কোনও তেঁতুল গাছ আছে কী না।
বেশ কিছু গাছ রয়েছে যা বাড়িতে বা ঘরে লাগানো একেবারেই উচিত। এই সব গাছ বাড়িতে বিপদ ডেকে আনতে পারে। এই তালিকায় রয়েছে তেঁতুল গাছ, তুলো গাছ, মেহেন্দি গাছ এমনকী মরা গাছও ঘরে রাখা একেবারেই উচিত না। এছাড়াও অনেকেই বলেন ঘরে ক্যাকটাস গাছ রাখাও উচিত না, এতে ঘরে শন্তি নষ্ট হয়। ঘরে ভুলেও তেঁতুল গাছ লাগাবেন না। বিশেষজ্ঞ বলছেন এতে ঘরে অশুভ শক্তি ঘরে আসতে পারে। বাড়ি বানানোর আগে ভালো করে দেখে নিন আশেপাশে কোনও তেঁতুল গাছ আছে কী না। ঘরে মরা গাছ কখনই রাখতে নেই। ঘরে মরা গাছ রাখলে তা, অমঙ্গল ডেকে আনতে পারে। ঘরে ভুলেও মেহেন্দি গাছ রাখবেন না। মেহেন্দি গাছ ঘরে থাকলে ঘরে আসে অশুভ শক্তি। তুলো গাছ অনেকেই ঘর সাজানোর জন্য ব্যবহার করেন। ঘরে ভুলেও তুলো গাছ লাগাবেন না এতে ঘর নোংরা হয়।