বর্তমান, ভবিষ্যত সম্পর্ক জানতে জ্যোতিষ শাস্ত্রের ওপর ভরসা করে থাকেন। শাস্ত্র ঘাঁটলে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, পড়াশোনা, চাকরি সব প্রসঙ্গেই জানা যায়। জন্ম তারিখ, জন্ম সাল বিচার করে যেমন বোঝা যায় ব্যক্তির ভবিষ্যত। তেমনই কোন বারে আপনি জন্মেছেন, তা থেকে জানা সম্ভব আপনির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। জানা সম্ভব আপনার কেরিয়ার ও বিবাহিত জীবন কেমন কাটবে। আজ রইল বুধবারে জন্ম হয়েছে এমন জাতক জাতিকা প্রসঙ্গে।
আধুনিক হয়ে ওঠা দৌড়ে আমরা যতই নিজেদের বদলে ফেলি না কেন, জ্যোতিষের ওপর সকলের ভরসা এখনও সেই একই আছে। সকলে বর্তমান, ভবিষ্যত সম্পর্ক জানতে জ্যোতিষ শাস্ত্রের ওপর ভরসা করে থাকেন। শাস্ত্র ঘাঁটলে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, পড়াশোনা, চাকরি সব প্রসঙ্গেই জানা যায়। জন্ম তারিখ, জন্ম সাল বিচার করে যেমন বোঝা যায় ব্যক্তির ভবিষ্যত। তেমনই কোন বারে আপনি জন্মেছেন, তা থেকে জানা সম্ভব আপনির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। জানা সম্ভব আপনার কেরিয়ার ও বিবাহিত জীবন কেমন কাটবে। আজ রইল বুধবারে জন্ম হয়েছে এমন জাতক জাতিকা প্রসঙ্গে।