জীবনে সফল হতে কে না চায়, তবে সব সময় চাইলেও সফল হতে পারে না। রাশি অনুযায়ী যদি পেশা বেছে নেওয়া যায় তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় জীবনে উন্নতি হচ্ছে। রাশি অনুযায়ী আপনিও বেছে নিতেই পারেন পেশা।
মেষ রাশি- এই রাশির জাতকরা এমন কাজ করুন যাতে আপনি বুদ্ধি প্রয়োজ করতে পারবেন। শিক্ষকতা, পুলিশ, ব্যাঙ্কের চাকরি আপনার জন্য উপযুক্ত। বৃষ রাশি- এমন কাজ করতে পারেন যা আর পাঁচটা কাজের থেকে একটু আলাদা। অভনয়, শিল্পকেও আপনার পেশা হিসাবে বাছতেই পারেন। মিথুন রাশি- এই রাশির জাতকদের মধ্যে অনেক গুণ থাকে। শিক্ষকতা, সাংবাদিক, সাংবাদিকতা, ভ্রমণ সংক্রান্ত কাজ এদের উপযুক্ত পেশা। কর্কট রাশি- এরা সহজেই যেকোনও সমস্যার সমাধান দিতে পারেন। শিক্ষকতা বা মোটিভেশনাল স্পিকার এদের উপযুক্ত পেশা হতে পারে। কন্যা রাশি- এরা বিভিন্ন ধরনের কাজকে পেশা হিসাবে বাছতে পারেন। ভ্রমণ সংক্রান্ত, হিসাব সংক্রান্ত, সাংবাদিকতাকেও পেশা হিসাবে বাছতে পারেন। তুলা রাশি- এই রাশির জাতকরা যেকোনও কাজই দক্ষতার সঙ্গে করে থাকেন। আইনজ্ঞ, চিকিৎসক, ব্যবসাও এঁরা ভালোই করে থাকেন। বৃশ্চিক রাশি- ঝুঁকিপূর্ণ কাজ এরা খুব ভালো করে থাকেন। ডিটেকটিভ, সেনা বাহিনীতেও এরা যোগ দিতেই পারেন। ধনু রাশি- এরা হাসি-মজা করতে খুব পছন্দ করেন সেই সঙ্গেই এরা জনসংযোগ ভালো করেন। পাবলিক রিলেশন বা ট্যাভেল এসেন্সি করতেই পারেন। মকর রাশি- এঁরা অনেক পরিশ্রম করে থাকেন। গবেষণার কাজ, সংগ্রহের কাজ, ব্যাঙ্কিং-এর কাজ এরা ভালো করেন। কুম্ভ রাশি- চিকিৎসা এদের জন্য উপযুক্ত পেশা হতে পারে। এছাড়াও ফাইনানসিয়াল অ্যানালিস্টের কাজও এরা দক্ষতার সঙ্গে করে থাকেন। মীন রাশি- সাধারণত গ্রাহক পরিষেবা বা আতিথেয়তার মতো কাজ এঁরা ভালো করে থাকেন। সামাজিক কাজ এদের জন্য একেবার উপযুক্ত।