বৃহস্পতিগ্রহর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে সোনার। আর সোনা সবসময়ই খুব শুভ ধাতু বলে মনে করা হয়। সোনার জন্যই অর্থভাগ্যও ভালো হয়। তবে রাশি অনুযায়ী বেছে নিন সোনা আর তাতেই হাতেনাতে ফল মিলবে।
বৃহস্পতি গ্রহর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে সোনার। আর সোনা সবসময়ই খুব শুভ ধাতু বলে মনে করা হয়। সোনার জন্যই অর্থভাগ্যও ভালো হয়। মনে করা হয় সোনা মানেই এথেকে লক্ষীলাভ হয়। তবে রাশি অনুযায়ী বেছে নিন সোনা আর তাতেই হাতেনাতে ফল মিলবে। মেষ রাশি (Aries)- এই রাশির জাতকদের জন্য সোনা শুভ বলে মনে করা হয়। এই রাশির জাতক-জাতিকারা সোনার জিনিস পরলে ভাগ্য উজ্জ্বল হয় সিংহ রাশি (Leo)- জ্যোতিষ শাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই সোনার আংটি পরতে হবে। এতে ব্যবসায় অর্থ লাভ হয়। কন্যা রাশি (Virgo)- কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ পঞ্চম ও সপ্তম স্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে সোনা পরা শুভ বলে মনে করা হয়। ধনু রাশি Sagittarius)- এই রাশির শাসক গ্রহ বৃহস্পতি এবং সোনার কারকও বৃহস্পতি। এমন পরিস্থিতিতে এই ব্যক্তিদের জন্য সোনার জিনিস শুভ।