১৬ এপ্রিল হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী প্রতি বছর বিশেষ ভাবে পালন করা হয় দেশের বিভিন্ন জায়গায়। হনুমান জয়ন্তী হল ভগবান শ্রী হনুমানের জন্ম তিথি, যিনি রামের অন্যতম বড় ভক্ত হিসাবে পরিচিত।
১৬ এপ্রিল হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী প্রতি বছর বিশেষ ভাবে পালন করা হয় দেশের বিভিন্ন জায়গায়। হনুমান জয়ন্তী হল ভগবান শ্রী হনুমানের জন্ম তিথি, যিনি রামের অন্যতম বড় ভক্ত হিসাবে পরিচিত। মনে করা হয় এই দিনেই বজরংবলী জন্মগ্রহণ করেন। তাই বজরংবলীর পুজোও মহা ধুমধামের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে করা হয়। হমুমান জয়ন্তীর এই বিশেষ দিনে ধনু এবং সিংহ রাশিরা জাতক-জাতিকারা বজরংবলীর বিশেষ আশীর্বাদ পাবেন। সিংহ রাশি- সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় আসতে চলেছে। যদি আপনার সাহায্য কেউ চায়, তবে তাঁর পাশে দাঁড়ান। ভবিষ্যতে এই সাহায্যই জীবনে ভালো সময় নিয়ে আসতে পারে আপনার। ধনু রাশি- ধনু রাশির জাতক-জাতিকারা বজরংবলীর আশির্বাদে কোনও সুখবর পেতে পারেন, যার জন্য আনেক দিন ধরে আপনি অপেক্ষায় ছিলেন। বজরংবলীর আশির্বাদে খুব শীঘ্রই সেই সুখবর পাবেন তিনি।