চন্দ্রগ্রহণের সময় এমন ৭ কাজ যা সংসারে অমঙ্গল হওয়াকে আটকাতে পারে

চন্দ্রগ্রহণের সময় এমন ৭ কাজ যা সংসারে অমঙ্গল হওয়াকে আটকাতে পারে

Published : May 15, 2022, 10:46 AM IST

২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ ১৬ মে অর্থাৎ বুদ্ধপূর্ণিমার দিনে, চন্দ্রগ্রহণ শুরু হবে সতাল ৭টা ২ মিনিটে, আর শেষ হবে বেলা ১২টা ২০ মিনিটে। তবে ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না, কিন্তু চন্দ্রগ্রহণ-তাই তার কুপ্রভাব কাটাতে কতগুলি নিয়ম মানা খুবই জরুরি, প্রাচীন বিশ্বাস হল চন্দ্রগ্রহণের সময় কোনও শুভকাজ করতে নেই, তাতে বরং অশুভই হয়। 

২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ ১৬ মে অর্থাৎ বুদ্ধপূর্ণিমার দিনে, চন্দ্রগ্রহণ শুরু হবে সতাল ৭টা ২ মিনিটে, আর শেষ হবে বেলা ১২টা ২০ মিনিটে। তবে ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না, কিন্তু চন্দ্রগ্রহণ-তাই তার কুপ্রভাব কাটাতে কতগুলি নিয়ম মানা খুবই জরুরি, প্রাচীন বিশ্বাস হল চন্দ্রগ্রহণের সময় কোনও শুভকাজ করতে নেই, তাতে বরং অশুভই হয়। গ্রহণের সময়টা কাজ করলে নেগেটিভ এনার্জি বেড়ে যায় বলে জ্যোতিষ মতে দাবি করা হয়ে থাকে, তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস রাখলে সাবধানে থাকা উচিত,গ্রহণের কুপ্রভাব কাটাতে ৭ টি উপায়ের কথাও বলেছে জ্যোতিষশাস্ত্র। কাজগুলি হল- চন্দ্রগ্রহণের সময় গুরুমন্ত্রণ জপ করা উচিত, গুরুমন্ত্র হল 'ওম গ্রান গ্রিন গ্রুনসঃ গুরুভে নমঃ', এই মন্ত্রটি জপ করলে উপকার পাওয়া যাবে বলে জ্যোতিষ শাস্ত্রে দাবি করা হয় । কাজগুলি হল- চন্দ্রগ্রহণের সময় মৃত্যুঞ্জয়মন্ত্রও জপ করতে পারেন, এই সময় মৃত্যুঞ্জয়মন্ত্র জপ করতে রোগভোগের বালাই থাকে না বলে পুরাণ গ্রন্থে উল্লেখ রয়েছে, দাবি করা হয় সেরে যায় অনেক রোগ। কাজগুলি হল-চন্দ্রগ্রহণের সময় মুখে অবশ্যই একটা তুলসী পাতা রাখবেন, জ্যোতিষ মতে এতে নেগেটিভ এনার্জি আপনার কোনও ক্ষতি করতে পারবে না। কাজগুলি হল-হিন্দুশাস্ত্রের বিধান অনুযায়ী গ্রহণ শুরু হওয়ার আগে ও পরে অবশ্যই স্নান করতে হয়, আগে না করলেও গ্রহণের পরে অবশ্যই স্নান করে নেবেন। কাজগুলি হল-চন্দ্রগ্রহণের সময় গায়েত্রী মন্ত্রী জপ করা যেতে পারে, তাতে আটকে থাকা কাজ সম্পন্ন হয় বলে প্রাচীন বিশ্বাস, কেটে যায় কাজে বাধা। কাজগুলি হল-চন্দ্রগ্রহণের দিনে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, তবে তার জন্য লক্ষ্মীর ধ্যান করতে হবে, দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন আর আপনাকে আশীর্বাদ করবেন। কাজগুলি হল- যাদের শনি দুর্বল তারা গ্রহণের সময় শনি মন্ত্র জপ করতে পারেন, তাতে শনিদেবের কৃপা পাওয়া যায়। 
 

05:07Rashifal : সোমবার মানেই মুড অফ? গ্রহ বলছে অন্য কথা, চেক করুন আজকের রাশিফল
05:01Rashifal Today : রবিবারের রাশিফল: কারা পাবেন সুখবর, কারা থাকবেন চাপে? জেনে নিন বিশদে
05:12শুক্রবার ১৮ এপ্রিল ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, জেনে নিন আজকের রাশিফল
08:14মঙ্গলবার ১৪ এপ্রিল ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, জেনে নিন আজকের রাশিফল
06:22Daily Horoscope: মঙ্গলবার ৮ এপ্রিল ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, জেনে নিন আজকের রাশিফল
05:24Ajker Rashifal : আজ কার ভাগ্যে চমক, কার জীবনে বাঁধা? রবিবারের রাশিফল বলছে অনেক কিছু, দেখুন
05:08শুক্রবার ৪ এপ্রিল কেমন থাকবে ১২ রাশির আর্থিক অবস্থা ? জেনে নিন আজকের রাশিফল
06:22বুধবার ২ এপ্রিল কেমন থাকবে ১২ রাশির আর্থিক অবস্থা ? জেনে নিন আজকের রাশিফল
08:14মঙ্গলবার পয়লা এপ্রিল কেমন যাবে ১২ রাশির প্রেমের সম্পর্ক? জেনে নিন আজকের রাশিফল
04:28Rashifal Today : সপ্তাহের প্রথম দিনেই সুখবর না চ্যালেঞ্জ? জেনে নিন রাশিফল