হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবশ্য দিন আর রাত্রি বিশেষ তাৎপর্য বহন করে। অনেক উৎসব আর ব্রত এই অমাবস্যা তিথির সঙ্গে যুক্ত থাকে। তবে সোমাবতী অমাবস্য আরও বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যান্য অমাবস্যার থেকে এটি আলাদা। সোমবার অমাবস্য হলেই সেটিতে সোমাবতী অমাবস্যা বলে। সবসময় আসে না এমন পূর্ণ যোগ বা তিথি।চলতি বছর সোমাবতী অমাবস্যা পড়ছে ৩০ মে অর্থাৎ আগামী মোসবার। অমাবস্যা লাগছে ২৯ তারিখ দুপুর ২টো ২৯ মিনিটে। অমাবস্য ছাড়বে ৩০ মে বিকেল ৫টায়।
সোমাবতী অমাবস্যায় পুজো করা বিশেষ শুভ বলে মনে করা হয়। এই দিনে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করতে পারেন। এইদিন তাঁদের স্মরণ করলে বিশেষ কৃপা পাওয়া যায়। এই বিশেষ দিনটি পুজো করা বিশেষ শুভ বলে মনে করা হয়। এই দিনে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করতে পারেন। এইদিন তাঁদের স্মরণ করলে বিশেষ কৃপা পাওয়া যায়। এই দিন উপোস করে থাকলে বিশেষ ফল পাওয়া যায় প্রসন্ন হন ভগবান শিব। ঘরে সুখ আর সমৃদ্ধি বিরাজ করে। এদিন এয়তী মহিলারা পুজো বিশেষ পুজো করেন তাঁরা স্বামী আর পরিবারের মঙ্গল কামনা করে। পাশাপাশি এদিন ব্রত রাখতে দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হয়। প্রেমিক ও প্রেমিকারও তাঁদের প্রেমের পরিণতির জন্য এই দিন পুজো আর উপবাস রাখতে পারেন। হিন্দুশাস্ত্র অনুযায়ী সোমাবাতী অমাবস্যার দিনে শিব পার্বতী আর বট গাছের পুজো করা উচিৎ। তাতে সংসারের শ্রীবৃদ্ধই হয়। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক আরও দৃঢ়় হয়। তবে এই দিন শিবের স্ত্রোত জপ করলেও ফল পাওয়া যায়।