অনেকেই রয়েছেন যাঁদের খরচের হাত খুব বেশি। এঁরা চাইলেও এঁদের হাতে টাকা থাকেনা। বৃষ রাশি- মনে করা হয় এই রাশির জাতক-জাতিকারা অযৌক্তিক। পোশাক হোক বা জুতা এঁরা নিজেদের শখের জন্য অত্যধিক টাকা খরচ করে।
অনেকেই রয়েছেন যাঁদের খরচের হাত খুব বেশি। এঁরা চাইলেও এঁদের হাতে টাকা থাকেনা। প্রয়োজনের থেকে অধিকাংশ সময়েই এঁরা বেশি টাকা খরচ করে ফেলেন। বৃষ রাশি- মনে করা হয় এই রাশির জাতক-জাতিকারা অযৌক্তিক। পোশাক হোক বা জুতা এঁরা নিজেদের শখের জন্য অত্যধিক টাকা খরচ করে। সিংহ রাশি- অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে সিংহ রাশি। এঁরা কেবল নিজের জন্যই ব্যয় করে না, অন্যদের জন্যও প্রচুর ব্যয় করে। মকর রাশি- জ্যোতিষশাস্ত্রে, মকররা তাদের কঠোর পরিশ্রম জন্য পরিচিত। তারা অর্থ উপার্জনের পাশাপাশি ব্যয় করার সময়ও মোটেও চিন্তা করে না। কুম্ভ রাশি- তারা দামী ইলেকট্রনিক গ্যাজেট পছন্দ করে। নতুন ফোন বাজারে আসার সঙ্গে সঙ্গেই তাঁরা সেটি কেনার কথা ভাবতে শুরু করে। ধনু রাশি- অধিকাংশ সময়েই এঁরা জীবনে সফল হয়। সেই সঙ্গেই এঁরা অর্থ ব্যায়ও করে খুব বেশি পরিমাণে।