নববর্ষ মানেই নতুন আশা নিয়ে আরও এক নতুন বছরের শুরু। নতুন বছর ভালো কাটুক এই আশা নিয়েই সবাই একটা বছরের দিকে পা বাড়ায়। বাংলার নতুন বছরে তবে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের নিজেদের শরীর নিয়ে সচেতন হতে হবে।
নববর্ষ মানেই নতুন আশা নিয়ে আরও এক নতুন বছরের শুরু। নতুন বছর ভালো কাটুক এই আশা নিয়েই সবাই একটা বছরের দিকে পা বাড়ায়। বাংলার নতুন বছরে তবে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের নিজেদের শরীর নিয়ে সচেতন হতে হবে। মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা কিডনি এবং মূত্র জনিত রোগে কষ্ট পেতে পারেন। দুর্ঘটনা জনিত কারণে অস্ত্রপাচারও হতে পারে। বৃষ রাশি- বৃষ রাশির জাতক-জাতিকাদের শরীর তেমন ভালো যাবেনা। অস্ত্রপাচারেরও সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি- এই রাশির জাতক-জাতিকারা মানসিক উদ্বেগ, দুর্ঘটনা, শারীরিক অসুস্থতা সমস্যা ঘটাবে, হৃদরোগের সমস্যা থাকলে সাবধানে থাকুন। সিংহ রাশি- এই রাশির জাতক-জাতিকারা পাকস্থলির গোলমাল, গলার রোগে কষ্ট পেতে পারেন। তুলা রাশি- এই রাশির জাতক-জাতিকারা কিডনি, মূত্রাশয়, উচ্চ রক্তচাপ এবং অম্লরোগের কষ্টে ভুগবেন। বৃশ্চিক রাশি- এই রাশির জাতক-জাতিকাদের এই বছরটা খুব একটা ভালো যাবে না, স্নায়ুরোগ এবং রক্তচাপের তারতম্য হতে পারে। কুম্ভ রাশি- কম্ভ রাশির এই বছরে নানান রকম শারীরিক সমস্যা দেখা দেবে। পুরনো রোগ বৃদ্ধির যোগ রয়েছে। মীন রাশি- এই রাশির জাতক-জাতিকাদের এই বছর শরীর ভালো যাবে না, হঠাৎ দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে।