অনেকেই রয়েছেন যারা নিজে শত দুঃখের মাঝেও সবাইকে হাসাতে চায়। সবাইকে নিয়েই তাঁরা খুশি থাকতে চায়। শুধু তাই নয় সব সময়েই সবাইকে হাসাতে চায় এবং অনেক মানুষের মধ্যেও তাঁদের মজার মজার কথায় সবাইকে হাসায়।
অনেকেই রয়েছেন যারা নিজে শত দুঃখের মাঝেও সবাইকে হাসাতে চায়। সবাইকে নিয়েই তাঁরা খুশি থাকতে চায়। শুধু তাই নয় সব সময়েই সবাইকে হাসাতে চায় এবং অনেক মানুষের মধ্যেও তাঁদের মজার মজার কথায় সবাইকে হাসায়। কুম্ভ রাশি- এই রাশির জাতক-জাতিকারা এমন গল্প তৈরি করার চেষ্টা করে যা প্রায়শই হাস্যকর হয়ে ওঠে। মীন রাশি- মীন রাশিরা জাতকরা নিজেদেরকে খারাপ সময় থেকে বের করে আনতে হাস্যরসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। মিথুন রাশি- মিথুন রাশিরা জাতকরা সবাইকে হাসাতে পারে। তবে একই কথা বারবার বলে হাসাতে চায়। সিংহ রাশি- সিংহ রাশির একটি দুর্দান্ত পর্যবেক্ষণের দক্ষতা রয়েছে। পরিস্থিতির বুঝে এরা রসিকতা করে থাকে। কন্যা রাশি- এই রাশিরা জাতক-জাতিকারা মজার কিছু বলে সবাইকে হাসাতে পারে। এরা যেকোনও বিষয় নিয়ে মজা করে থাকেন। ধনু রাশি- এই রাশিরা জাতক-জাতিকারা খুব সহজেই নিজের মনের কথা বলে ফেলেন। এদের এই মনোভাব সবচেয়ে হাস্যকর।