হিন্দু ক্যালেন্ডার অনুসারে ৩০ এপ্রিল রয়েছে শনিশ্চর অমাবস্যা। হিন্দু শাস্ত্রে শনিশ্চর অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। অমাবস্যার দিন কালো তিল, কালো বিউলি, কালো কাপড়, লোহার জিনিস এবং সরিষার তেল গরীবকে দান করুন।
৩০ এপ্রিল, মাসের শেষ দিনে সেই সঙ্গেই এদিন নতুন বাংলা বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটছে। এই দিনটি শনিবার এবং অমাবস্যাও রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ৩০ এপ্রিল রয়েছে শনিশ্চর অমাবস্যা। শনিদেবকে উৎসর্গ করা দিনটি হল শনিবার। আর এই শনিবারেই হচ্ছে সূর্যগ্রহণ। এমন দিনকে শনিশ্চর অমাবস্যা বলা হয়। হিন্দু শাস্ত্রে শনিশ্চর অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে। অমাবস্যার দিন কালো তিল, কালো বিউলি, কালো কাপড়, লোহার জিনিস এবং সরিষার তেল গরীবকে দান করুন। এছাড়াও এদিন কালো কাপড়ে উরদের ডাল ও কালো তিল শনি মন্দিরে রেখে আসুন। এই দিন গরীবকে দান করলে শনির দোষ কেটে যায় বলে মনে করা হয়। সেই সঙ্গেই তিন বার শনির স্তোত্র পাঠ করুন। শনি অমাবস্যার দিন হনুমানজির পুজো করাও ভালো বলে মনে করা হয়। এদিন হনুমানজি-কে লাড্ডু দিয়ে পুজো করুন। শনি অমাবস্যার দিনে শনিদেবের পুজোর পাশাপাশি শনি চালিসা ও দশরথের শনি স্তোত্র পাঠ করলে ধন-সম্পদ বৃদ্ধি পাবে।