দেবী লক্ষ্মী ধন-দৌলত এবং অর্থের দেবী। বছরের বিভিন্ন সময়ে দেবী লক্ষ্মীর পুজো হয়ে থাকে। ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে অনেকর বাড়িতে লক্ষ্মী পুজো হয়। মাস ভেদে তবে পুজোর উপাচারে পরিবর্তন হয়। আশ্বিন মাসের শেষ পূর্ণিমার লক্ষ্মী পুজোকে কোজাগরী বলা হয়। ধন-সম্পদের আশায় এই লক্ষ্মী পুজো হয়। জানা যায় কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। যার অর্থ ‘কে জেগে আছো?’ কোজাগরী লক্ষ্মীর পুজো হয় রাত জেগে। এবছর লক্ষ্মী পুজো পড়েছে দু'দিন। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭.০৩ মিনিট থেকে ২০ অক্টোবর রাত ৮.২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে।
দেবী লক্ষ্মী ধন-দৌলত এবং অর্থের দেবী। বছরের বিভিন্ন সময়ে দেবী লক্ষ্মীর পুজো হয়ে থাকে। ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে অনেকর বাড়িতে লক্ষ্মী পুজো হয়। মাস ভেদে তবে পুজোর উপাচারে পরিবর্তন হয়। আশ্বিন মাসের শেষ পূর্ণিমার লক্ষ্মী পুজোকে কোজাগরী বলা হয়। ধন-সম্পদের আশায় এই লক্ষ্মী পুজো হয়। জানা যায় কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। যার অর্থ ‘কে জেগে আছো?’ কোজাগরী লক্ষ্মীর পুজো হয় রাত জেগে। এবছর লক্ষ্মী পুজো পড়েছে দু'দিন। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭.০৩ মিনিট থেকে ২০ অক্টোবর রাত ৮.২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে।