বাস্তু মেনে ঘরের রং করানো উচিত। এতে বড় পরিবর্তন আসতে পারে সংসারে। ঘরে লাল রং করাতে পারেন। লাল রং এনার্জি বাড়াতে সাহায্য় করে। ঘরে কমলা রং করাতে পারে এই রং শরীর ভালো রাখতে সাহায্য করে।
সবাই চাই নিজের মনের মতো করে ঘর সাজিয়ে তুলতে। সেই সঙ্গেই সুন্দর রং দিয়ে ঘর সাজিয়ে তুলতে কে না চায়। তবে ঘর রং করার আগে কিছু বাস্তু টোটকা মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন। বাস্তু মেনে ঘরের রং করানো উচিত। এতে বড় পরিবর্তন আসতে পারে সংসারে। ঘরে লাল রং করাতে পারেন। লাল রং এনার্জি বাড়াতে সাহায্য় করে। ঘরে কমলা রং করাতে পারে এই রং শরীর ভালো রাখতে সাহায্য করে। ঠাকুর ঘরে বা দক্ষিণ দিকে রান্না থাকলে রান্না ঘরে কমলা রং করতে পারেন। পড়ার ঘরে বা রান্না ঘরে হলুদ রং করতে পারেন, মা লক্ষ্মীর প্রিয় রং হলুদ। উত্তর দিকে কোনও ঘর থাকলে সেই ঘরের রং হলুদ করতে পারেন। ঘরে সবুজ রং করালে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং এই রং দাম্পত্য কলহ দূর করে।