অনেকেরই দাম্পত্য জীবনে ঝগড়া, বিবাদ, অশান্তি লেগেই থাকে। তবে এই সব থেকে মুক্তির বেশ কিছু উপায় রয়েছে। সব সময় মাথায় রাখবেন রাগের মাথায় এমন কিছু না করাই ভালো যার প্রভাব সম্পর্কে পড়তে পারে।
অনেকেরই দাম্পত্য জীবনে ঝগড়া, বিবাদ, অশান্তি লেগেই থাকে। তবে এই সব থেকে মুক্তির বেশ কিছু উপায় রয়েছে। সব সময় মাথায় রাখবেন রাগের মাথায় এমন কিছু না করাই ভালো যার প্রভাব সম্পর্কে পড়তে পারে। তেমনই যখন দু'জন মানুষ একসঙ্গে থাকছেন তখন এক অপরকে বোঝাটা অত্যন্ত জরুরি। সেই সঙ্গেই বেশ কিছু বাস্তু টিপস রয়েছে যা সংসারের শান্তি ফেরাতে পারে। বাস্তু মতে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে বিছানা রাখা ভালো। এতে সম্পর্ক ভালো থাকে। সপ্তাহে অন্তত একদিন জলে সি সল্ট দিয়ে ঘর মুছতে পারেন। এতে নেতিবাচক শক্তি ঘর থেকে চলে যায়। বিছানায় শুধুমাত্র ২-৩টি বালিশ রাখুন অন্য আর কিছু না রাখাই ভালো। এতেই দাম্পত্য জীবনে সুখ আসবে। বেডরুমের দেয়ালে নেতিবাচক ছবি না রাখাই ভালো। এর প্রভাব দাম্পত্যে পড়তে পারে। সব সময় ঘর গুছিয়ে রাখার চেষ্টা করুন। এতে ঘরে সুখ এবং শান্তি বজায় থাকে বলে মনে করা হয়।