অনেকেই বাড়িতে পশু-পাখি পুষে থাকেন। কেউ পোষেন কুকুর কেউ আবার নানান পাখি। বাস্তু শাস্ত্র মতে বাড়িতে জীব-জন্তু পুষলে মেলে মানসিক শান্তি। বেশ কিছু পশু রয়েছে যা বদলে দিতে পারে আপনার ভাগ্যও। বাড়িতে কচ্ছপ রাখা খুব শুভ বলে মনে করা হয়।
অনেকেই বাড়িতে পশু-পাখি পুষে থাকেন। কেউ পোষেন কুকুর কেউ আবার নানান পাখি। বাস্তু শাস্ত্র মতে বাড়িতে জীব-জন্তু পুষলে মেলে মানসিক শান্তি। বেশ কিছু পশু রয়েছে যা বদলে দিতে পারে আপনার ভাগ্যও। বাড়িতে কচ্ছপ রাখা খুব শুভ বলে মনে করা হয়। বাস্তু মতে কচ্ছপ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। অনেকেই ঘোড়া পছন্দ করেন, তবে চাইলেও ঘোড়া পোষা বেশ মুশকিল। তবে এই ঘোড়াকে মনে করা হয় সৌভাগ্যের প্রতীক। বাড়িতে খরগোশ পোষাও খুব ভালো। মনে করে হয় খরগোশ বাড়ি থেকে অশুভ শক্তি দূর করে। গোল্ড ফিস ঘরে রাখা যে ভালো তা অনেকেই জানেন। সেই সঙ্গেই বাড়িতে অ্যাকোরিয়ামে কালো মাছ রাখাও খুব ভালো, এতে আর্থিক কষ্ট দূর হয়। কুকুর এখন অধিকাংশ মানুষের বাড়িতেই থাকে। কুকুর যে বাড়ির জন্য কতটা ভালো তা অনেকেই জানেন, কুকুর পুষলে ধন প্রাপ্তির সম্ভাবনা থাকে।