বাংলাদেশের চট্টগ্রামে ভয়াবহ বিস্ফোরণ। গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ধটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত বেশ কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
এ দিন সকাল ন'টা নাগাদ পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাতজনকে মৃত বলে ঘোষণা করা হয়।