অভিনয়ের পাশাপাশি ক্রিকেটেও পারদর্শী শুভশ্রী। এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায় উঠে এল সেই ছবি। শ্যুটিংয়ের ফাঁকে ব্যাট নিয়ে মাঠে নামলেন রাজ-ঘরনি। আউটডোর শ্যুটিংয়ের ফাঁকেই খললেন ক্রিকেট।
অভিনয়ের পাশাপাশি ক্রিকেটেও পারদর্শী শুভশ্রী (Subhashree Ganguly)। এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায় উঠে এল সেই ছবি। শ্যুটিংয়ের ফাঁকে ব্যাট নিয়ে মাঠে নামলেন রাজ-ঘরনি। আউটডোর শ্যুটিংয়ের (Outdoor shooting) ফাঁকেই খললেন ক্রিকেট। সেখানকার স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলতে দেখা যায় তাঁকে। খেলার মধ্যে দিয়েই ছেলেবেলায় ফিরে গেলেন অভিনেত্রী। চলছে ডক্টর বক্সির শুটিং। সেই ছবির শুটিং এর ফাঁকেই মাঠে নেমে পড়লেন রাজ-ঘরনি (Raj Chakraborty)। ছবির দৃশ্যের জন্য নয়, নিছকই ছেলে বেলার আবেগের সঙ্গে ভাসলেন তিনি। তবে শুধু বল নয়, ব্যাট হাতেও ছক্কা হাঁকালেন শুভশ্রী। হামেশাই তাঁকে দেখা যায় ছেলের সঙ্গে নানান অ্যাকটিভিটিসে মাততে। কখনও ফুড বল খেলতে, অবার কখনও গান করতে। এবার তবে ইউভান সঙ্গে না থাকলেও স্থানীয় বাচ্চাদের সঙ্গেই ছেলে বেলায় ফিরে গেলেন অভিনেত্রী ।