এই কয়েক বছরের দুঃসময় কাটিয়ে একটা ফ্রেশ এয়ারের প্রয়োজন যে ছিল সকলেরই, তা আর বলার অপেক্ষা রাখেনা। আর এই দীর্ঘ ২ বছরেরও বেশি সময়ের অসুখ কাটাতে দরকার ছিল একটা 'টনিকের'।
এই কয়েক বছরের দুঃসময় কাটিয়ে একটা ফ্রেশ এয়ারের প্রয়োজন যে ছিল সকলেরই, তা আর বলার অপেক্ষা রাখেনা। আর এই দীর্ঘ ২ বছরেরও বেশি সময়ের অসুখ কাটাতে দরকার ছিল একটা 'টনিকের'। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এল সেই মুহুর্ত। বেশ কয়েক বছর আগেই বেঙ্গল টকিজ, ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চাংয়েরস এর প্রযোজনায় টনিক মুক্তির কথা হয়েছিল। কিন্তু করনা পরিস্থিতিতে সব থমকে গিয়েছিল। বছর ২ অপেক্ষার পর সামনে এসেছিল মন ভালো করা খবর। বড়দিন ও সুপারস্টার দেব-এর জন্মদিনের আগেই দর্শকরা উপহার পেতে চলেছেন টনিক। ট্রেলর মুক্তির পরই একটা মন ভালো করা আমেজ তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। সম্প্রতি হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, জিৎ, নচিকেতা সহ আরও অনেকে। মিউজিক লঞ্চের মঞ্চে নাচতেও দেখা গেল দেবকে।