'দাঙ্গা যখন হয় তখন মনুষ্যত্ব মারা যায়', ধর্মযুদ্ধ নিয়ে আলাপচারিতায় ঋত্ত্বিক

প্রায় ২ বছর ধরে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ধর্মযুদ্ধ। লকডাউনের জন্য বারবার ধর্মযুদ্ধের মুক্তি পিছোয়। রাজ চক্রবর্তী প্রোডাকশনের ছবি ধর্মযুদ্ধ। মূল চরিত্রে রয়েছেন শুভশ্রী, পার্ণো, ঋত্ত্বিক, স্বাতীলেখা। ধর্মযুদ্ধ মুক্তির আগে মুখোমুখি ঋত্ত্বিক চক্রবর্তী। আলাপচারিতায় ছবি নিয়ে জানালেন অনেক কথা। 

ধর্মযুদ্ধ। কেন এমন নাম! অনেকটা আবার মহাভারতের কাহিনিকে স্মরণ করানোর মতো। আসলে আগে এই ছবির নাম ছিল গর্ভধারিনী। পরবর্তী সময়ে এই নাম বদলে দেওয়া হয়। রাজ চক্রবর্তীও এই ছবি নিয়ে প্রবল আশাবাদী। বলা হচ্ছে এটা রাজ চক্রবর্তীর একটা প্রচণ্ড স্বপ্নের প্রজেক্ট। এই ছবিটিকে তৈরি করতে প্রবল পরিশ্রম করেছেন রাজ এবং সেই সঙ্গে ছবির কলাকুশলী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী সকলেই প্রবল পরিশ্রম করেছেন। ছবিটি মুক্তির আগে এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়েছিলেন ছবির অন্যতম মুখ্য চরিত্র ঋত্ত্বিক চক্রবর্তী। তাঁর মতে, ধর্মযুদ্ধ শুধু ধর্ম বা যুদ্ধের কথা বলছে না এখানে যে কথাটা সবচেয়ে বেশি করে প্রতিভাত হয়েছে তা হল মনুষ্যত্বের বিসর্জন। ঋত্ত্বিক আরও জানিয়েছেন যে, দাঙ্গা হলে তো শুধু মানুষ মরে না, যেটা মরে যায় তা হল মনুষ্যত্ব। তাই ধর্মযুদ্ধের মুক্তি অতিমারির জন্য বারবার পিছিয়ে গেলেও তা ছবির কাহিনি বা প্রাসঙ্গিকতায় কোনও প্রভাব ফেলবে না। আজও এবং অনন্তকাল এই প্রভাব থাকবে বলেই তিনি মনে করেন। আর সেই কারণেই ধর্মযুদ্ধ সিনেমাপ্রেমী মানুষদের ভাবাবে বলেও মনে করছেন তিনি। 

18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন06:11Actress Payel Mukherjee : গাড়িতে হামলা, হেনস্থা, ভয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী পায়েল, দেখুন কি হয়েছে06:03'নির্যাতিতার বিচার চাই' আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামল টলিউড