বিজয়া মানেই বিষাদের সুর, আর এই বিজয়াতেই হয় মিষ্টি মুখ। ভাবছেন এই ডিসেম্বর মাসে বিজয়ার প্রসঙ্গ কেন, হ্যাঁ একটু অবাক করার মতোই বিষয় বটে। তবে এখানে কথা হচ্ছে মীর-স্বস্তিকা জুটির আগামী ছবি 'বিজয়ার পর'-এর।
বিজয়া মানেই বিষাদের সুর, আর এই বিজয়াতেই হয় মিষ্টি মুখ। ভাবছেন এই ডিসেম্বর মাসে বিজয়ার প্রসঙ্গ কেন, হ্যাঁ একটু অবাক করার মতোই বিষয় বটে। তবে এখানে কথা হচ্ছে মীর-স্বস্তিকা জুটির আগামী ছবি 'বিজয়ার পরে'-এর। চার বছর পর আবারও বড় পর্দায় ফিরছে মীর-স্বস্তিকা জুটি। আর তাদের আগামী ছবির নামই 'বিজয়ার পরে'। তবে এখানেই শেষ নয় এই ছবির অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে মমতাশঙ্কর এবং দীপঙ্কর দে-কে। বারুইপুর রাজবাড়িতে দেখাগেল ছবির শ্যুটিং হতে। এশিয়ানেট নিউজ বাংলা পৌঁছিয়ে গিয়েছিল ছবির শ্যুটিংয়ের মাঝে। আর শ্যুটিং-এর মাঝেই আমাদের সঙ্গে ছবি নিয়ে আড্ডা দিলেন কলাকুশলীরা। স্বস্তিকার সঙ্গে ৪ বছর পর ছবি, পুরোটাই রিউনিয়ানের মতো। তবে এই ছবিতে মীরকে চুপ করে থাকার জন্য টাকা দেওয়া হচ্ছে, জানালেন তিনি নিজেই। এই বিজয়ার পরে বিষাদ-মিষ্টিমুখ দুটোই আছে, জানালেন অভিনেত্রী।