৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। সুনীল গঙ্গোপাধ্যায়ের 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে এই ছবি। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি নিয়েই এশিয়ানেটের মুখোমুখি কাকাবাবু। কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শোনালেন শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা।
৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। কাকাবাবু সিরিজের এই তৃতীয় অভিযান নিয়ে শুটিংয়ের অভিজ্ঞতার কথা শোনালেন কাকাবাবু এবং সন্তু থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক। তাঁদের সঙ্গেই দেখা গেল ছবির গায়ক রূপম ইসলামকে। ছবি নিয়ে নানান অভিজ্ঞতার কথা শোনালেন রূপম ইসলাম। প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানেই থাকে টানটান উত্তেজনা। তারপরে আবার কাকাবাবু, কাকাবাবুর প্রতি বাঙালিদের এক অনুভতি রয়েছে। সেই কাকাবাবুই আবার ফিরতে চলেছে পর্দার। এই ছবি মুক্তির অপেক্ষায় এখন সিনেমাপ্রেমী বাঙালিরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে। আগামী ৪ ঠা ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। পরিচালকের মিশর রহস্য ও ইয়েতি অভিযানের পর কাকাবাবু সিরিজের এই ছবি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে।